পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 ব্লকের পশ্চিমবঙ্গ সরকারের প্রানী সম্পদ বিকাশ মেলা 2021. পটাশপুর 2 ব্লক অফিস মুক্ত ধারা মঞ্চে।পটাশপুর 2 পঞ্চায়েত সমিতি উদ্যোগে মেলা।প্রানী সম্পদ মেলা থাছে হাঁস,বিভিন্ন জাতির মূগরি ও ভিন্ন জাতির প…
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 ব্লকের পশ্চিমবঙ্গ সরকারের প্রানী সম্পদ বিকাশ মেলা 2021.
পটাশপুর 2 ব্লক অফিস মুক্ত ধারা মঞ্চে।পটাশপুর 2 পঞ্চায়েত সমিতি উদ্যোগে মেলা।প্রানী সম্পদ মেলা থাছে হাঁস,বিভিন্ন জাতির মূগরি ও ভিন্ন জাতির পাখি। এ ছাড়া মুক্ত মঞ্চে গরু ছাগল বিভিন্ন জাতির পশু পাখি পালন নিয়ে বক্তব্য রাখেন আধিকারিক গন। এই মেলা চলবে দু দিন ধরে।উপস্তি ছিলেন পটাশপুর 2 বিডিও শঙ্কু বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন কুমার সাউ, ডেপুটি মেজেষ্ট্যেস ডাঃ অনুপ কুমার মণ্ডল,পটাশপুর 2 ব্লকে প্রানী সম্পদ বিকাশ বিভাগ ।বি এল ডি ও শ্রী বিপ্লব কুমার প্রামানিক,
মুক্ত মঞ্চে প্রদীপ প্রঞ্জলন ও ষ্টলের ফিতে কেটে মেলা সুচোনা করেন।
No comments