Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলীর উপস্থিতিতে জনসংযোগ কর্মসূচী

কাঁথি পৌরসভার ৫ নং ওয়ার্ডে হরিজন পল্লী, মুসলিম মহল্লা ও প্রধান পাড়ায় তৃণমূল কংগ্রেসের আহ্বানে কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলীর উপস্থিতিতে জনসংযোগ কর্মসূচী রূপায়িত হয়। জনসংযোগ কর্মসূচী তে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যা…

 






কাঁথি পৌরসভার ৫ নং ওয়ার্ডে হরিজন পল্লী, মুসলিম মহল্লা ও প্রধান পাড়ায় তৃণমূল কংগ্রেসের আহ্বানে কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলীর উপস্থিতিতে জনসংযোগ কর্মসূচী রূপায়িত হয়। জনসংযোগ কর্মসূচী তে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সিদ্ধার্থ মাইতি, সদস্য তথা জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সদস্য সুপ্রকাশ গিরি, সুবল মান্না, রত্নদীপ মান্না প্রমুখ নেতৃবৃন্দ। চায়ের ফাঁকে অাড্ডা কর্মসূচী তে তিনটি বৈঠকে অগণিত ওয়ার্ড বাসী উপস্থিত ছিলেন। সকলেই অভিযোগ করেন পূর্বতন পৌর বোর্ড ও প্রাক্তন কাউন্সিলর ৫ নং ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের অাবাস যোজনা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প রূপায়ণের বিষয়ে স্বেচ্ছাচার ও দুর্নীতি সব সীমা কে অতিক্রম করেছে বলে অভিযোগ সাধারণ পৌরবাসীর। অধুনা বিজেপি তে যোগদানকারী পৌরবোর্ডের কর্মকর্তারা অামফান অনুদান প্রদান সহ অাবাস যোজনার উপভোক্তা নির্বাচনের অগ্রাধিকার চিহ্নিত  না করে কাটমানির বিনিময়ে অযোগ্য সরকারী সুযোগ সুবিধা বিলি করা হয়েছে। অাবাস যোজনা, অামফান অনুদান বিলি নিয়ে পাহাড়প্রমাণ দুর্নীতি করেছে বিগত পৌরবোর্ড বলে অভিযোগ করেন পৌর প্রশাসকমন্ডলী র সদস্য তথা জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন। যথাবিহিত তদন্তপূর্বক অাইনগত ব্যবস্হা নেওয়ার দাবী অাজকের বোর্ড সভায় তোলা হবে বলে জানান মামুদ হোসেন।



No comments