Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনলাইনে ৭২ তম সাধারণতন্ত্র দিবসের তাৎপর্য এবং দেশ ও জাতির প্রতি গভীর শ্রদ্ধা অর্পন করেন শিক্ষিকা দুর্গা

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিক্ষারত্ন শ্রীমতি দুর্গারানী দে মহাশয়া তার পূণ্যভূমি কর্মক্ষেত্রে প্রতিটি জাতীয় দিবসের ন্যায় শান্তি সম্প্রীতি ও সংহতি দেশপ্রেম দেশাত্ম…

 




পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিক্ষারত্ন শ্রীমতি দুর্গারানী দে মহাশয়া তার পূণ্যভূমি কর্মক্ষেত্রে প্রতিটি জাতীয় দিবসের ন্যায় শান্তি সম্প্রীতি ও সংহতি দেশপ্রেম দেশাত্মবোধ অক্ষুন্ন রাখার জন্য ক্রাই বিনিদ্র রজনী যাপন করে স্বাধীন ভারতবর্ষের ৭২ তম সাধারণতন্ত্র দিবস সূচনার লগ্ন হতেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবাভাগের কর্মক্ষেত্র পরিভ্রমণ পর্যন্ত উপবাস যাপন করে পুরনো ২৪ ঘন্টায় অনলাইনে বিদ্যালয়ে নিজ বিদ্যালয়ে সুচেতনা সায়েন্স ক্লাবে ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা, সায়েন্স ক্লাবের সদস্য বৃন্দ, এলাকার অধিবাসীবৃন্দ এবং মাঠে উপস্থিত  বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীদের লইয়া ৭২ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করেন। এরপর তিনি পূর্ব প্রস্তাবনা অনুযায়ী ২০০তম পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম বর্ষ উদযাপন কমিটির অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। তারপর পাঁশকুড়া স্পোর্টস ডেভলপমেন্ট একাডেমীর প্রস্তাব অনুযায়ী পি. ডবলিউ.ডি. মাঠে উপস্থিত হন। তার কর্মক্ষেত্র পরিভ্রমণের কর্মসূচির শেষ পর্যায়ে পাঁশকুড়া পৌরসভাতে উপস্থিত হন দেশমাতৃকার বীর শহীদ এবং দেশের কর্ণধার দের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য। পৌরসভা পাঁশকুড়ার জনগণের আশা-আকাঙ্ক্ষা ও সম্মানের প্রতীক। তাই বর্তমান কর্ম ক্ষেত্রে প্রতিটি বৎসর জাতীয় উৎসবের প্রতিটি দিনে সমগ্র কর্মক্ষেত্রে পরিভ্রমণ করেন। বিভিন্ন জায়গায় তার বক্তব্যে ভাষণে স্বদেশপ্রেম স্বদেশ চেতনা শ্রদ্ধা মূল্যবোধ ও মনুষ্যত্ব জাগরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি সাধারণতন্ত্র দিবসের গুরুত্ব ও তাৎপর্য প্রাঞ্জলভাবে বিভিন্ন স্থানে, নিজ বিদ্যালয়ে, সুচেতনা সায়েন্স ক্লাবের অনুষ্ঠানে সুন্দরভাবে ব্যাখ্যা করেন। জাতীয় সংহতি দেশপ্রেম পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার জন্য তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করেন প্রতিটি জাতীয় উৎসবের ন্যায়। প্রতিটি স্থানেদেশের বীর বিপ্লবী দের প্রতি শ্রদ্ধা ও প্রণাম, এবং আমাদের দেশের  ও রাজ্যের কর্ণধারদের প্রতি অন্তরের শ্রদ্ধা ও আস্থাবোধ বজায় রেখে পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য ও সৌভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান। কর্মক্ষেত্রের বৃহত্তর সমাজের সকল স্তরের জনমানবের প্রতি অন্তরের শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করেন। পূর্ণ দিনটির শেষ লগ্নে ও পুনরায় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে অনলাইনে ৭২ তম সাধারণতন্ত্র দিবসের তাৎপর্য এবং দেশ ও জাতির প্রতি গভীর শ্রদ্ধা অর্পন করেন।


No comments