হলদিয়া পৌরসভার গত ১৫ জানুয়ারি পৌরসভার চেয়ারম্যান শ্যামল কুমার আদক পদত্যাগ করেন। প্রায় দশ দিন কেটে গেল এখনো চেয়ারম্যানকে হবে ঠিক করতে পারলেন না শাসকদল। হলদিয়া পৌরসভার শিল্পশহরে জল্পনা এখন তুঙ্গে উঠেছে ।নতুন চেয়ারম্যান হিসেব…
হলদিয়া পৌরসভার গত ১৫ জানুয়ারি পৌরসভার চেয়ারম্যান শ্যামল কুমার আদক পদত্যাগ করেন। প্রায় দশ দিন কেটে গেল এখনো চেয়ারম্যানকে হবে ঠিক করতে পারলেন না শাসকদল। হলদিয়া পৌরসভার শিল্পশহরে জল্পনা এখন তুঙ্গে উঠেছে ।নতুন চেয়ারম্যান হিসেবে সুধাংশু শেখর মন্ডল ও দেবপ্রসাদ মন্ডল এর নাম আলোচনায় উঠে এসেছে। সুধাংশ বাবু পৌরসভার ভাইস চেয়ারম্যান আর দেব প্রসাদ বাবু পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান। দেবপ্রসাদ বাবু হলদিয়া শুভেন্দু অধিকারী বিরোধী বলে পরিচিত। পৌরসভা সূত্রে জানা যায় শ্যামল আদক চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সরকারিভাবে সেটি গ্রহণের প্রক্রিয়া শেষ হতে আপাতত জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। পৌর আইন মেনে ইস্তফা গ্রহণের ৭থেকে ১৫ দিন পর্যন্ত সময় দেওয়া হয় ।নিয়ম অনুযায়ী ইস্তফা দেওয়ার পরেই এক থেকে দুই সপ্তাহের মধ্যে চেয়ারম্যান কে বোর্ড অফ কাউন্সিলের সভা ডাকতে হয় ।বিধায়ী চেয়ারম্যান ওই সভা না ডাকলে ভাইস-চেয়ারম্যান সভা ডাকতে পারেন। এই সভা ডাকার জন্য অবশ্যই সরকারিভাবে অনুমোদন প্রয়োজন হয়। তবে পরবর্তী চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ তুলে শ্যামল বাবুকে চেয়ারম্যানের পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল বেশ কয়েক মাস থেকেই। কিন্তু তার আগেই তিনি ইস্তফা দেওয়ার পদের দখল নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে। কয়েক মাস আগে থেকেই দেব প্রসাদ মন্ডল চেয়ারম্যান হওয়ার জন্য অনাস্থা আনার প্রস্তুতি নিচ্ছিলেন ।দেবপ্রসাদ বাবু পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পাশাপাশি তিনি হলদিয়া সহ তৃণমূল সহ-সভাপতি। তিনি বহুদিন দলের কর্মসূচিতে যোগ দিছিলেন না তবে তার পিছনে শুভেন্দু বাবুর সঙ্গে তার দূরত্বেই অন্যতম কারণ বলে রাজনৈতিক মহল মনে করছে। তৃণমূলের একাংশ শ্যামল আদক শুভেন্দু অধিকারী পরিবারের ঘনিষ্ঠ হওয়ার কারণেই দেব প্রসাদ মন্ডল চেয়ারম্যানের পদ ছাড়তে হয়েছিল। শুভেন্দু বাবু বিজেপিতে যোগ দিতেই দেবপ্রসাদ ফের সক্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে সুধাংশ বাবু বর্তমান পৌরসভার ভাইস-চেয়ারম্যান ও হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। সুধাংশু বাবু বলেন পরবর্তী চেয়ারম্যান কে হবেন তা ঠিক করার দুটি পদ্ধতি রয়েছে প্রথমত দলের হুইপ এ কেউ চেয়ারম্যান হতে পারেন অর্থাৎ দল যাকে দায়িত্ব দেবে তিনি হতে পারেন চেয়ারম্যান । দ্বিতীয় বোর্ড অফ কাউন্সিলমতামতের নিরিখেই চেয়ারম্যান নির্বাচিত হতে পারে ।সেক্ষেত্রে দল যাকে দায়িত্ব দেবে তিনি চেয়ারম্যান হিসেবে কাজ করবেন।
No comments