Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া প্রধানমন্ত্রী সফর ঘিরে সভা মঞ্চ ঘুরে দেখলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/0i4P-qHmpIg

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ প্রকল্প উদ্বোধনে। প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার বিনিয়োগে গড়ে ওঠা একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন আগামী ৭ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন…

 


ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/0i4P-qHmpIg



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ প্রকল্প উদ্বোধনে। প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার বিনিয়োগে গড়ে ওঠা একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন আগামী ৭ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী।আইওসি, ভারত পেট্রোলিয়াম (বিপিসিএল) একাধিক তেল সংস্থা তার প্রস্তুতি শুরু করেছেন। বিভিন্ন শিল্প সংস্থার সাথে এ বিষয়ে জরুরী মিটিং করেন। প্রধানমন্ত্রী আসার প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার দুপুর হলদিয়ায় এলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। হলদিয়া রিফাইনারি এবং বিপিসিএল কারখানা পরিদর্শন করেন।পরের টাউনশিপ হেলিপ্যাড ময়দান। যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী সভা করবেন। সেই সভাস্থল ঘুরে দেখলেন এবং বিভিন্ন আধিকারিক দের ,হলদিয়া পোর্ট, হলদিয়া রিফাইনারি এবং বিপিসিএল কর্তাদের সঙ্গে বৈঠক করেন।সাংবাদিকদের মুখোমুখি হন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি বলেন।৭ই ফেব্রুয়ারি এলপিজি গ্যাস স্টোরিজ টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।( মন্ত্রী কি বললেন)https://youtu.be/0i4P-qHmpIg

এর জন্য ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন ১১০০' কোটি টাকা খরচ করে টার্মিনালটি তৈরি করেছেন। প্রধানমন্ত্রী হলদিয়া রানীচকে ওড়াল পুলের উদ্বোধন করবেন।এই উড়ালপুল টি প্রায় আড়াই কিলোমিটার ব্যাসার্ধ মিলে রয়েছে। তিনি আরও বলেন উত্তরপ্রদেশে ফুলপুর থেকে গ্যাসের পাইপ লাইন পশ্চিমবঙ্গে ঢুকেছে। দুর্গাপুর পর্যন্ত এসেগেছে । হলদিয়া পর্যন্ত খুব শিগ্রই আসবে। এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। তিনি আরো বলেন অশোকনগরে প্রাকৃতিক তেলের খনি পাওয়া গেছে। কারখানা গড়ে উঠবে এবং কর্মসংস্থান হবে।কেন্দ্র সরকারের সঙ্গে এখানকার রাজ্য সরকার সর্বত্র সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।তিনি বলেন প্রধানমন্ত্রী সফর ঘিরে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই এলাকার সাংসদ দিব্যেন্দু অধিকারি এবং হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মন্ডল কে আমন্ত্রণ করা হয়েছে।আগামী ৭ তারিখ হলদিয়ার হেলিপ্যাড ময়দান কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এর উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটিকে একটি জনসভার আকারে রূপ দেওয়ার নির্দেশ দিলেন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি হলদিয়ায় এসে হেলিপ্যাড মাঠে সেই সভাস্থল ঘুরে দেখলেন। সঙ্গে ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল সহ বিজেপির জেলা নেতৃত্ব। আজ তিনি মাঠে এসে বিভিন্ন তেল সংস্থার আধিকারিক দের সাথে কথা বলে এই নির্দেশ দেন। হলদিয়া বন্দরের অন্তর্গত হলদিয়া হেলিপ্যাড ময়দান এ মোট সাড়ে 6 একর জায়গা জুড়ে হবে এই সভা। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যপাল জগদীপ ধনকড় সহ একাধিক নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন সেজন্যই হলদিয়া রিফাইনারি বিপিসিএল এবং হলদিয় পোট। হলদিয়া হেলিপ্যাড ময়দানকে সাজিয়ে তোলার ব্যবস্থা করছেন।



No comments