আবারও পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল ও সিপিএমের ভাঙ্গন ধরালো গেরুয়া শিবির। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে কাঁথি-৩ ব্লকের পশ্চিম মন্ডলের দেবেন্দ্র অঞ্চলের বলাগেড়িয়ায় জনসভা ও যোগদান মেলার আয়োজন ক…
আবারও পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল ও সিপিএমের ভাঙ্গন ধরালো গেরুয়া শিবির। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে কাঁথি-৩ ব্লকের পশ্চিম মন্ডলের দেবেন্দ্র অঞ্চলের বলাগেড়িয়ায় জনসভা ও যোগদান মেলার আয়োজন করা হয়। এ দিন উত্তর কাঁথি বিধানসভার কয়েকশো নেতা-কর্মীরা তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী, উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, কাঁথি-৩ পশ্চিম মন্ডলের সভাপতি শ্রীকৃষ্ণ মান্না, জেলার সাধারণ সম্পাদক অসীম মিশ্র ও তাপস দোলাই ও সুদাম পণ্ডিত, কাঁথি পুরসভার বিদায়ী চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী, জেলা কমিটির সদস্য উত্তম প্রধান ও সমরেশ দাস, জেলা যুব মোর্চার সভাপতি শান্তনু প্রামাণিক, রাজ্য মহিলা মোর্চার সহ-সভানেত্রী মুক্তারুন বিবি, বুদ্ধিজীবী সেলের জেলা কনভেনার তুহিনকান্তি ভূঞা প্রমুখ। এদিন বক্তব্য রাখতে গিয়ে উত্তম প্রধান দিল্লির কৃষক আন্দোলন নিয়ে সুর শোনা গেল তার গলায়। তিনি বলেন, দিল্লির কৃষক আন্দোলনের নামে বেশ কিছু দুষ্কৃতিকারী দাপিয়ে বেড়িয়েছে গোটা দিল্লি রাজধানী। পাশাপাশি কৃষি আইন এর সম্বন্ধে একাধিক বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কৃষি আইন যদি ঠিকঠাক কৃষকরা পরিষেবা পায় তাহলে অনেকটাই উপকৃত হবে এ রাজ্যের কৃষকরা, পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের একাধিক দুর্নীতির প্রসঙ্গ তোলেন তিনি। তিনি বলেন, যেভাবে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প এ রাজ্যের নাম পরিবর্তন করে চালানো হচ্ছে এতে আমাদের লজ্জা র বিষয়, সবমিলিয়ে রাজ্য রাজনীতিতে পূর্ব মেদিনীপুর জেলা এ রাজ্যের শীর্ষ স্থান অধিকার করেছে।
ছে।
No comments