রাত পোহালেই (বুধবার) ২৭শে জানুয়ারি দ্বারিবেড়্যা গ্রামীণ কালি মন্দির মাঠে ঐতিহাসিক জনসভা প্রস্তুতি দেখতে উপস্থিত হলদিয়া টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও হলদিয়া-মহিষাদল বিধানসভার কো-অর্ডিনেটর শ্রী দেবপ্রসাদ মন্ডল ও এই সভার যার…
রাত পোহালেই (বুধবার) ২৭শে জানুয়ারি দ্বারিবেড়্যা গ্রামীণ কালি মন্দির মাঠে ঐতিহাসিক জনসভা প্রস্তুতি দেখতে উপস্থিত হলদিয়া টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও হলদিয়া-মহিষাদল বিধানসভার কো-অর্ডিনেটর শ্রী দেবপ্রসাদ মন্ডল ও এই সভার যার অক্লান্ত পরিশ্রমের দ্বারা রঙিন মঞ্চ হয়ে উঠছে হলদিয়া উন্নয়ন ব্লক- সভাপতি অশোক মাইতি ।এছাড়াও ঘুরে দেখলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস সহ-সভাপতি আজগর আলী (পল্টূ)।গত ৩রা ডিসেম্বর ২০১৯ ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী সভায় যোগদান মেলা পর্বে বহু তৃণমূল কংগ্রেস এবং সিপিএম থেকে যোগদান করেছিল ভারতীয় জনতা পার্টিতে। আর তারই একমাস পরেই রাত পোহালেই সেই একই জায়গায় সভামঞ্চে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। বক্তব্য রাখবেন শতাব্দি রায় পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি। তৃণমূল কংগ্রেস মহিষাদল সভাপতি তিলক চক্রবর্তী তৃণমূল যুব কংগ্রেস জেলা সহ-সভাপতি আজগর আলী হলদিয়া তৃণমূল কংগ্রেস সভাপতি দেবপ্রসাদ মন্ডল প্রমূখ।
No comments