নন্দকুমার থানার নন্দকুমার থেকে নিকাশি তে আত্মীয় বাড়ি যাওয়ার পথে জাতীয় সড়ক ৪১ নম্বর,। নন্দকুমার ও খঞ্চি এলাকায় বাইকের চাকা ফেটে মোটর বাইক থেকে পড়ে যায় ,ঘটনাস্থলে এই মৃত্যু ঘটে । ওই নার্সের নাম মনীষা সামন্ত বয়স আনুমানিক …
নন্দকুমার থানার নন্দকুমার থেকে নিকাশি তে আত্মীয় বাড়ি যাওয়ার পথে জাতীয় সড়ক ৪১ নম্বর,। নন্দকুমার ও খঞ্চি এলাকায় বাইকের চাকা ফেটে মোটর বাইক থেকে পড়ে যায় ,ঘটনাস্থলে এই মৃত্যু ঘটে । ওই নার্সের নাম মনীষা সামন্ত বয়স আনুমানিক ২৬, বাড়ি নন্দকুমার থানার করোখ কল্যাণপুর । প্রায় দু'বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নার্সের কাজে যুক্ত ছিলেন মনীষা সামন্ত। আগামী সপ্তাহে বিয়ের কথা ছিল মনীষা সামন্তের। আজ আইবুড়ো ভাত খেতে বাইকের পেছনে চেপে নিকাশি তে এক আত্মীয় বাড়ি যাচ্ছিলেন নন্দকুমার হাই রোড ধরে কিছুটা যাওয়ার পরেই খঞ্চি এলাকায় হঠাৎই বাইকের চাকা ফেটে যায়। তখনই বাইক থেকে পড়ে যায় মনীষা এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। এবং বাইকের চালকে সদর জেলা হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে সুস্থ রয়েছেন। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে আসে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে। মনীষার এই দুর্ঘটনায় মৃত্যুতে পরিবারসহ হাসপাতাল কর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
No comments