সুতাহাটা-হলদিয়া স্টেট গর্ভমেন্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট কাম কনজিউমারস্ সোসাইটি লিমিটেডের উদ্যোগে ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হলদিয়া মহকুমা হাসপাতালে রোগীদের হাতে ফল বিতরণ করা হয়।
হাসপাতালের দেড়শো জন রোগীর হাতে ফল ও শুকনো খ…
সুতাহাটা-হলদিয়া স্টেট গর্ভমেন্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট কাম কনজিউমারস্ সোসাইটি লিমিটেডের উদ্যোগে ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হলদিয়া মহকুমা হাসপাতালে রোগীদের হাতে ফল বিতরণ করা হয়।
হাসপাতালের দেড়শো জন রোগীর হাতে ফল ও শুকনো খাবার বিতরণ করা হয়।উপস্থিত ছিলেন হলদিয়ার মহকুমা শাসক অবনীত পুনিয়া,এইচডিএ ভাইস চেয়ারম্যান সাধণ চন্দ্র জানা,
তাপস কুমার মাইতি,সহ-সভাপতি, সুতাহাটা পঃ সমিতি এছাড়াও সোসাইটির সভাপতি, নটরাজ গিরি, সম্পাদক, শ্যামল পট্টনায়ক সহ প্রায় ৭০ জন সদস্য উপস্থিত ছিলেন।
No comments