Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আনন্দ-উৎসব -অজিত কুমার কর

জামাই কি আর একা আসে সঙ্গে আসে মেয়েআর কে আসে বলব পরে রয়েছি পথ চেয়ে।কখন আসে, কখন আসে এল দুপুরবেলাএসেই ওরা দোলনা চড়ে করল শুরু খেলা।
নাতনি দুটির পৃথক রুচি ছোটোর মাছের মাথানা দিলে তাঁর মেজাজ গরম ঘটে ব্যাপার যা তা।বড়র আবার মাংস প্র…

 




জামাই কি আর একা আসে সঙ্গে আসে মেয়ে

আর কে আসে বলব পরে রয়েছি পথ চেয়ে।

কখন আসে, কখন আসে এল দুপুরবেলা

এসেই ওরা দোলনা চড়ে করল শুরু খেলা।


নাতনি দুটির পৃথক রুচি ছোটোর মাছের মাথা

না দিলে তাঁর মেজাজ গরম ঘটে ব্যাপার যা তা।

বড়র আবার মাংস প্রিয়, কষা হলেই ভালো

আয়েস করে চিবোয় বসে নয়নভরা আলো।


ফোলা ফোলা আঁটার-লুচি পাতে ছ'সাত খানা

দিতে হবে ল্যাংচা দুটো এটা দিদার জানা।

মেয়ে-জামাই পাশে বসে ওদের কান্ড দেখে

তারাও খাওয়া শুরু করে ডাল দিয়ে ভাত মেখে।


থালার পাশে পাচ্ছে শোভা মাংস মাছের বাটি

নাতনি বলে, 'দিদা, তোমার রান্না ফাটাফাটি!'

রসগোল্লা দিয়ে বলে, 'মিষ্টি পান কি নেবে?'

'আইসক্রীম কোথায় গেল, কখন তুমি দেবে।'


'আছে আছে ফ্রীজে আছে দেবো খাবার পরে'

'থ্যাংকু দিদা, থ্যাংকু দিদা', ওদের খুশি ঝরে।

ওদের তৃপ্তি দিদার তৃপ্তি, খেয়েই দেবে হামি

ওদের টুকরো ভালোবাসা হিরের চেয়েও দামী।


No comments