Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিকাশ ভবন অভিযান !সিভিল ডিভিন্সের কর্মীরা

সিভিল ডিভিন্সের কর্মীরা আজ বিকাশ ভবন অভিযান করেন। পুলিশ তাঁদের সিটি সেন্টার ১ এর সামনে আটকে দেয়। ওনারা ওখানেই বসে পড়েন। চাপে পড়ে পুলিশ তারপর ওনাদের ৪ জন কে ডেপুটেশান দিতে নিয়ে যায়। কর্মীরা জানান এই আন্দোলন চলবে। 
সিভিল ডিফেন্সের ক…

 




সিভিল ডিভিন্সের কর্মীরা আজ বিকাশ ভবন অভিযান করেন। পুলিশ তাঁদের সিটি সেন্টার ১ এর সামনে আটকে দেয়। ওনারা ওখানেই বসে পড়েন। চাপে পড়ে পুলিশ তারপর ওনাদের ৪ জন কে ডেপুটেশান দিতে নিয়ে যায়। কর্মীরা জানান এই আন্দোলন চলবে। 


সিভিল ডিফেন্সের কর্মীদের  দাবি : 


১) প্রত্যেক Civil Defence Volunteer এর সারামাস ৩০ দিন স্থায়ী কাজের ব্যবস্থা করা হোক এবং সেই কাজের ৬০ বছর অবধি লিখিত সুনিশ্চয়তা প্রদান করা হোক। 


২) Disaster Management & Civil Defence দপ্তরের Staff Officer Instructor, Water Wings Civil Defence, West Bengal Civil Emergency Force, National Volunteer Force  সহ যাবতীয় শূন্যপদে বয়স কিংবা উচ্চতার মাপকাঠি না রেখে এবং সাথে সাথে পুরুষ- মহিলার ভেদাভেদ না রেখে অবিলম্বে শুধুমাত্র আমাদের Civil Defence Volunteer দের স্থায়ীভাবে নিয়োগ করা হোক এবং সেই নিয়োগের ক্ষেত্রে আমাদের সংগঠনের প্রদত্ত তালিকাকে প্রাধান্য দেওয়া হোক। 


৩) কর্মরত অবস্থায় কোনো Civil Defence Volunteer এর মৃত্যু হলে তার পারিবারকে এককালীন ক্ষতিপূরণ প্রদানের সাথে সাথে পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করা হোক।

No comments