Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আচার্য_যদুনাথ_সরকার --- দেবাশিস পাহাড়ী

ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইতিহাসবিদ আচার্য যদুনাথ সরকার। আদর্শ ভারত ভাবনায় দীপ্ত তাঁর অসামান্য প্রতিভাময় বিচিত্রমুখী কর্মকাণ্ডের প্রধান উপজীব্য ছিল সত্যের অনুসন্ধান। তিনি ছিলেন জাতীয়তাবাদের যথার্থ ভাষ্যকার। তাঁর পুণ্য সার্দ…

 







ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইতিহাসবিদ আচার্য যদুনাথ সরকার। আদর্শ ভারত ভাবনায় দীপ্ত তাঁর অসামান্য প্রতিভাময় বিচিত্রমুখী কর্মকাণ্ডের প্রধান উপজীব্য ছিল সত্যের অনুসন্ধান। তিনি ছিলেন জাতীয়তাবাদের যথার্থ ভাষ্যকার। তাঁর পুণ্য সার্দ্ধশতবর্ষ আবির্ভাবে আমার বিনম্র অর্ঘ্য.....

        

নব্বই শতাংশে 

ইংরাজী এম.এ পাশ

প্রাণাধিক প্রিয় তবু

ভারতের ইতিহাস।

কে বা সেই কৃতী জন

সবার বড় আপন

সার্দ্ধশতক পরে

তাঁকে বড় দরকার---

সবার নয়নমণি

যদুনাথ সরকার।


বিচিত্র জনজাতি

কুসুমিত জনরব

 বুদ্ধির উন্মেষে

শিক্ষায় বিপ্লব।

সত্যনিষ্ঠা দিয়ে

ইতিহাস রচনায়

ধারাখানা গড়েছেন

মৌলিক ভাবনায়।

আমাদের কুর্নিশ

তাঁর তরে শতবার।


আশুতোষ, নিবেদিতা

প্রাণের দোসর তাঁর

স্বাধীনতা সংগ্রামে 

লেখালেখি ক্ষুরধার।

রবীন্দ্র রচনাকে

ইংরেজি সাহিত্যে

প্রকাশনা করেছেন

মধুর লালিত্যে।

আদর্শে আচার্য

তাগিদ ভিতরকার

 সেরা ইতিহাসবিদ

যদুনাথ সরকার।


No comments