Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! হলদিয়া বন্দরের কাজকর্ম শ্রমিক বিক্ষোভের জেরে বন্ধ হল

পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন কারখানার গেটে শ্রমিকদের বিক্ষোভ চলছে অব্যাহত। শ্রমিক বিক্ষোভের হলদিয়া বন্দরের কাজ বন্ধ।হলদিয়া বন্দরে ঠিকা শ্রমিকরা বিক্ষোভ দেখালেন। এদিন  দ্বিতীয় শিফট (দুটো থেকে দশটা) প্রায় সাড়ে তিনশো শ্রমিক কা…

 




পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন কারখানার গেটে শ্রমিকদের বিক্ষোভ চলছে অব্যাহত। শ্রমিক বিক্ষোভের হলদিয়া বন্দরের কাজ বন্ধ।হলদিয়া বন্দরে ঠিকা শ্রমিকরা বিক্ষোভ দেখালেন। এদিন  দ্বিতীয় শিফট (দুটো থেকে দশটা) প্রায় সাড়ে তিনশো শ্রমিক কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন। তার ফলে হলদিয়া বন্দরে জাহাজে পণ্য ওঠানামা বন্ধ রইল। শ্রমিকদের কর্মবিরতি ফলে রাত পর্যন্ত কাজ বন্ধ।  বন্দরের জাহাজের পণ্য ওঠানামা জন্য শ্রমিক সরবরাহ করার কাজে যুক্ত রয়েছে একটি ঠিকাদার সংস্থা, ওই সংস্থার কর্মীদের বিক্ষোভে এই অচলাবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের প্রফিডেন্ট ফান্ডের টাকা নিয়ম মতো মেটাচ্ছে না।  অথচ তাদের বেতন থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। বেতন চুক্তি ও সঠিকভাবে মানা হচ্ছে না। এদিন ঠিকাদার সংস্থার অফিসে এই বিষয়ে কথা বলতে গিয়ে শ্রমিকরা আক্রান্ত হয়েছেন, তাদের মারধর করা হয়েছে । কিন্তু শ্রমিকরা থানায় যেতে বাধা পাচ্ছেন বলে অভিযোগ। হলদিয়া বন্দরের জোনাল ম্যানেজার (ট্রাফিক) অভয় মহাপাত্র  বলেন শ্রমিকদের বিক্ষোভের জেরে বন্দরের ৩,৬,১০ বার্থে  জাহাজের পণ্য ওঠানামা বন্ধ রয়েছে।




No comments