Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিংঃ স্ত্রীকে খুন করার দায়ে স্বামী কে দোষী সাব্যস্ত করল হলদিয়া মহাকুমার আদালত

স্ত্রীকে খুন করার দায়ে স্বামী কে দোষী সাব্যস্ত করলহলদিয়া মহাকুমার আদালত। সেখ আজহারউদ্দিন নামে নন্দীগ্রামের ওই বাসিন্দা পাঁচ বছর আগে তার স্ত্রীকে খুন করে বলে অভিযোগ। চার বছর ধরে মামলা চলার পর এদিন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে …

 





স্ত্রীকে খুন করার দায়ে স্বামী কে দোষী সাব্যস্ত করলহলদিয়া মহাকুমার আদালত। সেখ আজহারউদ্দিন নামে নন্দীগ্রামের ওই বাসিন্দা পাঁচ বছর আগে তার স্ত্রীকে খুন করে বলে অভিযোগ। চার বছর ধরে মামলা চলার পর এদিন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে আজহারউদ্দিনকে ভারতীয় দণ্ডবিধি ৪৯৮(এ) এবং ৩০৪(বি) ধারায় দোষী সাব্যস্ত করেন ।শুক্রবার  বিচারকও শাস্তির রায় ঘোষণা করেন। সরকার পক্ষের আইনজীবীরা সোমনাথ ভূঁইয়া বলেন ২০১৩ সালে নন্দীগ্রামের সামসাবাদ এলাকায় আলিয়া বিবির সঙ্গে ওই গ্রামের সেখ আজহার উদ্দিনের বিয়ে হয়। অভিযোগ বিয়ের পর থেকে পনের টাকা ও গহণার জন্য আলেয়াকে শ্বশুর বাড়িতে অত্যাচার করত। দু-তিন বছর ধরে বৌমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালায় তার শাশুড়ি ও ননদ। গত ২০১৫ সালে ১৫ ই মার্চ সন্ধ্যায় শ্বশুরবাড়ির লোকজন আলিয়াকে খুন করে বলে অভিযোগ। ওইঘটনার পর তার স্বামী আজারুদ্দিন, শাশুড়ি ,ননদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় পুলিশের লিখিত অভিযোগ দায়ের করেন আলেয়ার বাপের বাড়ির লোকজন। ২০১৬ সালে ৪ সেপ্টেম্বর তিন জনের বিরুদ্ধে চার্জশিট গঠনের পর মামলা শুরু হয় আদালতে। পরে শাশুড়ি ও ননদ কেআদালত বেকসুর খালাস করে।

No comments