Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজ ঃ হলদিয়া বন্দরের ভেতর থেকে অন্য একটি সংস্থার পণ্য নামই সংস্থা সেই পণ্য তুলে নেওয়ার অভিযোগ উঠল

বৃহস্পতিবার সন্ধ্যায় হলদিয়া বন্দরের ৮নম্বর বার্থ এলাকার একটি প্লট থেকে কয়েক লক্ষ টাকার কোক কয়লা চুরির চেষ্টার অভিযোগ উঠল একটি সংস্থার বিরুদ্ধে। ইয়ার্ডে রাখা একটি সংস্থার পণ্য অন্য একটি সংস্থার ট্রাক লোডিং করে চম্পট দেওয়ার আগেই সি…

 





বৃহস্পতিবার সন্ধ্যায় হলদিয়া বন্দরের ৮নম্বর বার্থ এলাকার একটি প্লট থেকে কয়েক লক্ষ টাকার কোক কয়লা চুরির চেষ্টার অভিযোগ উঠল একটি সংস্থার বিরুদ্ধে। ইয়ার্ডে রাখা একটি সংস্থার পণ্য অন্য একটি সংস্থার ট্রাক লোডিং করে চম্পট দেওয়ার আগেই সিকিউরিটি গার্ড ও সিআইএসএফের জওয়ানদের হাতে ধরা পড়ে যায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মাল সহ ট্রাক, পে লোডার এবং গাড়ির ড্রাইভার ও খালাসিকে আটক করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ অবশ্য এই ঘটনাকে চুরি বলতে নারাজ। বন্দর সূত্রে জানা গিয়েছে, এল-টু নামে বন্দরের নির্দিষ্ট প্লট থেকে একটি সংস্থার ট্রাকের লোডিং অর্ডার ছিল। ওই সংস্থার ট্রাক নির্দিষ্ট জায়গায় না গিয়ে ৮নম্বর বার্থের প্লট থেকে অন্য সংস্থার কোক কয়লা বেআইনিভাবে ট্রাকে লোড করে নেয়। ওই  একগাড়ি কয়লার আনুমানিক মূল্য প্রায় ২০লক্ষ টাকা বলে জানা গিয়েছে। সিআইএসএফের কাছে অভিযোগ আসতেই তারা বিষয়টি হলদিয়া থানার পুলিসকে জানায়। সিআইএসএফ গাড়ি আটক করে। হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার(ট্রাফিক)  অভয় মহাপাত্র বলেন, এই বিষয়টি সিআইএসএফ খতিয়ে দেখছে। তবে ঘটনাটি চুরির বিষয় নয়, ভুল করে ঘটে গিয়েছে সংস্থাটি স্বীকার করেছে। তবে এজেন্সিগুলির অভিযোগ, একটি নামী সংস্থার নাম এই ঘটনায় জড়িয়ে যাওয়ায় বন্দর বিষয়টি চেপে যেত চইছে।

No comments