পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেছেদা ৪১ নং জাতীয় সড়কে গ্যাস ট্যাংকার এর সাথে স্কুটির সঙ্ঘর্ষ হয়। এই দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি চালকের। বিশেষ সূত্রে জানা গেছে এ দিন ৪১ নম্বর জাতীয় সড়কের নন্দকুমারে হলদিয়ার দিক থ…
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেছেদা ৪১ নং জাতীয় সড়কে গ্যাস ট্যাংকার এর সাথে স্কুটির সঙ্ঘর্ষ হয়। এই দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি চালকের। বিশেষ সূত্রে জানা গেছে এ দিন ৪১ নম্বর জাতীয় সড়কের নন্দকুমারে হলদিয়ার দিক থেকে একটি গ্যাস ট্যাঙ্কার নন্দকুমার হাইরোড ঢোকার সময় উল্টো দিক থেকে আসা হলদিয়া গামী এক স্কুটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস গাড়িটিকে ধাক্কা মারে। এরপর চালক ছিটকে লরির চাকার তলায় পড়েন। গ্যাস ট্যাংকার এর সাথে স্কুটির সঙ্ঘর্ষ। মৃত স্কুটি চালকের। পূর্ব মেদিনীপুর এর নন্দকুমার হাইরোড এর ঘটনা।লরিটি নিয়ন্ত্রণ করতে না পেরে পিষে দেয় স্কুটি চালককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি চালকের। নাম জানা যায়নি। গ্যাস ট্যান্কার ও চালক কে আটক করেছে নন্দকুমার থানার পুলিশ।
No comments