Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তাম্রলিপ্ত পৌরসভার ঐতিহাসিক মহাপ্রভু মন্দিরে সোনার গহনা সহ নগদ অর্থ চুরি

তমলুক শহরের আট নম্বর ওয়ার্ডে অবস্থিত এই ঐতিহ্যবাহী মন্দির, মঙ্গলবার রাত্রে মন্দির বন্ধ করে পাশেই বাড়িতে যান বুধবার সকালে যখন মঙ্গল আরতি করার জন্য মন্দিরের সেবকরা ভোর চারটার সময় মন্দিরে আসেন তখন দেখেন মন্দিরের উত্তর দিকের পুকুর…

 




তমলুক শহরের আট নম্বর ওয়ার্ডে অবস্থিত এই ঐতিহ্যবাহী মন্দির, মঙ্গলবার রাত্রে মন্দির বন্ধ করে পাশেই বাড়িতে যান বুধবার সকালে যখন মঙ্গল আরতি করার জন্য মন্দিরের সেবকরা ভোর চারটার সময় মন্দিরে আসেন তখন দেখেন মন্দিরের উত্তর দিকের পুকুরপাড়ের গেটের তালা ভাঙা অবস্থায় এবং ভেতরে ঢুকে দেখেন মন্দিরের আলমারির সব জিনিসপত্র উলটপালট করা এবং ঠাকুরের সোনার গহনা, রুপার গহনা ও জিনিসপত্র ও মুকুট চুরি হয়েছে..চুরি যাওয়া সামগ্রীর মূল্য প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা। মন্দিরের কিছু নগদ অর্থ সহ প্রণামী বাক্স চুরি হয়েছে। যদিও মন্দিরের তরফ থেকে কোন মন্দির চত্বরে সিসিটিভি ছিল না, তমলুক থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। তমলুক শহরের একদম প্রাণকেন্দ্রে মন্দিরের গেটের ঠিক উল্টো দিকে রয়েছে উপ সংশোধনাগার,কোর্ট, সহ আরো গুরুত্বপূর্ণ দপ্তর আর এই এলাকায় চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

No comments