জেলাশাসকের বদলি হয়েছে দিন কয়েক আগেই।জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ বদলি হয়েছেন। এবার পূর্ব মেদিনীপুরের ৯ জন বিডিও বদলি হলো। নিয়ম মতো তাদের বদলি হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। প্রশাসনিক সূত্রে খবর রাজ্যের বিভিন্ন জেলায় ব…
জেলাশাসকের বদলি হয়েছে দিন কয়েক আগেই।জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ বদলি হয়েছেন। এবার পূর্ব মেদিনীপুরের ৯ জন বিডিও বদলি হলো। নিয়ম মতো তাদের বদলি হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। প্রশাসনিক সূত্রে খবর রাজ্যের বিভিন্ন জেলায় বিডিও, মহকুমার, ও জেলাশাসকের অফিসে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদ মর্যাদার মোট ১৮৭ জন আধিকারিককে বৃহস্পতিবার বদলির নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার।
বিডিও রদবদলের তালিকায় রয়েছেন নন্দীগ্রাম ১, হলদিয়া, কাঁথি ১, দেশপ্রাণ, তমলুক, শহীদ মাতঙ্গিনী, মহিষাদল, চন্ডিপুর, পটাশপুর ২ ব্লক।
নন্দীগ্রাম ১ বিডিও সুব্রত মল্লিককে হুগলি তারকেশ্বরের পাঠানো হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলাশাসকের অফিসের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈকত বিশ্বাস নন্দীগ্রাম ১ নতুন বিডিও ।তমলুকের বিডিও গোবিন্দ দাস পূর্ব বর্ধমান মন্তেশ্বর ব্লকের বিডিও হচ্ছেন।
সেখানে আছেন হাওড়া জেলা শাসক ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌমেন মন্ডল। শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও সুমন কুমার মন্ডল কে হুগলির আরামবাগ মহকুমা শাসকের অফিসে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।
পুরুলিয়ার আড়শার বিডিও অমিত কুমার গায়েন হচ্ছেন শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও। হলদিয়ার বিডিও তুলিকা দত্ত ব্যানার্জি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহাকুমার অফিসে ডেপুটি ম্যাজিস্ট্রেট হচ্ছেন।
বীরভূম জেলার খয়রাশোলের বিডিও সঞ্জয় দাস হলদিয়ার বিডিও হচ্ছেন।
মহিষাদলের বিডিও জয়ন্ত দে উত্তর 24 পরগনা হাবড়া ১ বিডিও পদে বদলি হচ্ছেন। দার্জিলিং জেলার খড়িবাড়ি বিডিও যোগেশ্বর মন্ডল মহিষাদল এ আসছেন। চন্ডিপুরের ভিডিও অভিষেক দাস বদলি হয়ে যাচ্ছেন হাওড়া জেলার বাগনান ১। পুরুলিয়া রঘুনাথপুর ১ বিডিও অনির্বাণ মন্ডল চন্ডিপুরে আসছেন।
কাঁথি ১ ব্লকের লিপন তালুকদার কে দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার২ ব্লকে পাঠানো হয়েছে।
ব্যারাকপুর ১ বিডিও তুহিন কান্তি ঘোষ হচ্ছেন কাঁথি ১ নতুন বিডিও। দেশপ্রাণের মনোজ মল্লিক দক্ষিণ 24 পরগনা জয়নগর 2 এর বিডিও হচ্ছেন। সেখানে আসছেন মালদার হাবিববপুরের ।
পটাশপুরের বিডিও মধুমালা নন্দীকে বদলি করা হয়েছে পূর্ব বর্ধমান জেলা শাসকের অফিসে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে । পটাশপুর বিডিও হচ্ছেন পশ্চিম বর্ধমানের জেলা শাসকের অফিসের ডেপুটি ম্যাজিস্ট্রেট শন্কু বিশ্বাস।।
No comments