হলদিয়া শহর তৃনমূল যুব কংগ্রেসে কর্মিরা আজ হলদিয়ার বাড়ঘাসিপুর ১৯ নং ওয়ার্ডে তৃনমূল কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে নবনিযুক্ত সহ সভাপতি অর্নব দেবনাথ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।তার সাথে সাথে যুবনেতা অর্নব দেবনাথ নিজ উদ্যোগে অভিষে…
হলদিয়া শহর তৃনমূল যুব কংগ্রেসে কর্মিরা আজ হলদিয়ার বাড়ঘাসিপুর ১৯ নং ওয়ার্ডে তৃনমূল কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে নবনিযুক্ত সহ সভাপতি অর্নব দেবনাথ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।তার সাথে সাথে যুবনেতা অর্নব দেবনাথ নিজ উদ্যোগে অভিষেক ব্যানার্জীর ফটোকে সামনে রেখে অভিষেক ব্যানার্জীর নাম দিয়ে বড় কেক বানিয়ে কেক কেটে অভিষেক ব্যানার্জীর জন্মদিন পালন করেন।যুবনেতা অর্নব দেবনাথ বলেন আমি আমার প্রাণের থেকে ও বেশি ভালোবাসি অভিষেক ব্যানার্জীকে এবং আমি তাকে আমার নেতা হিসাবে মানি তাই তার জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করে কর্মিদের নিয়ে একসাথে জন্মদিন পালন করলাম।আমি প্রতিবছর এই ভাবে আমার নেতার জন্মদিন পালন করে থাকি।এবং আজকের এই মহতিদিনে আমি হলদিয়ার যুব সমাজকে একত্রিত হয়ে আগামীদিনে সাম্প্রদায়িক বিজেপি শক্তির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানাই।
No comments