Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূল কংগ্রেস হলদিয়া টাউন যুব নেতৃত্ব আজগর আলী (পল্টু) ও অর্ণব দেবনাথের অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময়

হলদিয়া শহর তৃনমূল যুব কংগ্রেসের নব নির্যুক্ত সভাপতি হলেন সেক আজগর আলি(পল্টু),সহ- সভাপতি হলেন অর্নব দেবনাথ,আর একজন সহ-সভাপতি হলেন অমিত প্রামাণিক।গত ৩ নভেম্বর তমলুকে সাংবাদিক বৈঠকে প্রকাশিত করেন জেলার সভাপতি শিশির অধিকারী সারা জেলা…

 




হলদিয়া শহর তৃনমূল যুব কংগ্রেসের নব নির্যুক্ত সভাপতি হলেন সেক আজগর আলি(পল্টু),সহ- সভাপতি হলেন অর্নব দেবনাথ,আর একজন সহ-সভাপতি হলেন অমিত প্রামাণিক।

গত ৩ নভেম্বর তমলুকে সাংবাদিক বৈঠকে প্রকাশিত করেন জেলার সভাপতি শিশির অধিকারী সারা জেলার নবগঠিত তৃণমূল কংগ্রেস সভাপতি এবং সহ-সভাপতি এবং তার সাথেই প্রত্যেকটি ব্লকের যুব সভাপতি এবং সহ-সভাপতি নাম প্রকাশ হয়। আর তারপর থেকেই সারা জেলাজুড়ে উৎসবের আকারে নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা করা শুরু হয়েছে। উন্নয়ন ব্লক নবনির্বাচিত সভাপতি এবং সহ-সভাপতি ঘোষনার পর থেকেই সারা হলদিয়া জুড়ে শুভেচ্ছা বিনিময় শুরু হয়েছে উৎসবের আকারে।

এই নতুন কমিটি হওয়ার পর হলদিয়া জুড়ে চলছে খুশির হাওয়া।  সকাল থেকেই যুব নেতৃত্ব সভাপতি এবং সহ-সভাপতি বিভিন্ন এলাকার মানুষ যেমন শুভেচ্ছা বিনিময় করছেন। ঠিক তেমনি ভাবেই হলদিয়া পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল আজগর আলী (পল্টু) হলদিয়া পৌরসভার  বিভিন্ন ওয়ার্ডে  যুব কর্মীরা হলদিয়া পৌরসভা কাউন্সিলর এবং পঞ্চায়েত এলাকা থেকে বহু নেতা-নেত্রীরা পুষ্পস্তবক এবং মিষ্টান্ন নিয়ে আসেন ।করোণার মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হলো সম্বর্ধনা সভা। তিনজন নব নির্যুক্ত নেতৃত্বকে একসাথে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত তৃনমূল ও তৃণমূল যুব কংগ্রেসের কর্মিরা এসে ফুল ও মিষ্টি এনে সম্বধর্না দেন।এই সম্বর্ধনা সভায় লোক ছিলো চোখের পড়ার মতো।

No comments