Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাজ না করে টাকা তোলার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

পরিবর্তনে আরেক নাম নন্দীগ্রাম।দুর্নীতির অভিযোগ যেন পিছু ছাড়তে চাইছে না সেই নন্দীগ্রামে তৃণমূলের কাছ থেকে এবার কাজ না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম …

 




পরিবর্তনে আরেক নাম নন্দীগ্রাম।দুর্নীতির অভিযোগ যেন পিছু ছাড়তে চাইছে না সেই নন্দীগ্রামে তৃণমূলের কাছ থেকে এবার কাজ না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে। স্থানীয় সূত্রে জানা যায় স্থানীয় বাসিন্দা তাপস বাড়ি থেকে কালী মন্দির পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা তৈরি কর্মসূচি নেওয়া হয়েছিল।২০১৯-২০ অর্থবর্ষে রাস্তা সংস্কারের উদ্যোগী হয় পঞ্চায়েত কর্তৃপক্ষ। অভিযোগ রাস্তার কোনো কাজ হয়নি স্কিম তৈরি করে গোকুল নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ প্রায় তিন লক্ষ টাকা তুলে নিয়েছে।

স্থানীয় লোকজন দেখেন ওই রাস্তায় একটি ফলক বসানো হয়েছে তাকে লেখা আছে কাজ শুরুর দিন 16/০৩/২০২০  এবং কাজ শেষের দিন ২১/০৩/২০২০  কাজ না করে এ কাজ শেষ হয়ে গিয়েছে বলে ফলক লাগানো দেখে তাজ্জব হয়ে গেল বাসিন্দারা।

  বিডিওর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জানালেন স্থানীয় মানুষজন। পঞ্চায়েত সদস্য অশোক পাইকের দাবি প্রস্তাবিত তার কিছু অংশ বাকি আছে। বেশিরভাগটাই  কাজ হয়ে গিয়েছে। আসলে এসব বিজেপির চক্রান্ত যদিও নন্দীগ্রামের বিজেপি যুবক কনভেনার বট কৃষ্ণ দাস বলেন রাস্তায় 100% কাজ হয়নি ।নন্দীগ্রাম  বিডিও সুব্রত মল্লিক বলেন অভিযোগ পেয়েছি খতিয়ে দেখা হবে।


No comments