Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজদূত ব্যায়ামাগারের গুনীজন সম্বর্ধনা

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ক্যানেলপাড়ের রাজদূত ব্যায়ামাগারের উদ্যোগে ভ্রাতৃদ্বিতীয়ার দিন গুনীজন সম্বর্ধনা দেওয়া হয় ।সভায় পৌরহিত্য করেন ক্লাবের সভাপতি ডা: শ্রীমন্ত বানিয়া।বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার…

 






পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ক্যানেলপাড়ের রাজদূত ব্যায়ামাগারের উদ্যোগে ভ্রাতৃদ্বিতীয়ার দিন গুনীজন সম্বর্ধনা দেওয়া হয় ।সভায় পৌরহিত্য করেন ক্লাবের সভাপতি ডা: শ্রীমন্ত বানিয়া।বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সতীনাথ দাস অধিকারী,রাজ্য ক্রীড়া সংস্থার সদস্য বিশ্বজিৎ মাইতি,কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত,লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি ১ এর প্রাক্তন গভর্নর মীনাক্ষ মাইতি,কাঁথি লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি অশোক নন্দ,সমাজসেবী মধূসুদন দাস অধিকারী,প্রাক্তন প্রধান শিক্ষক সুবর্ন বরন পন্ডা প্রমুখ।

এই অনুষ্ঠানে এগরার বিধায়ক তথা বলাগেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ  ব্যাঙ্কের আজীবন চেয়ারম্যান প্রয়াত সমরেশ দাসকে মরনোত্তর সম্মানে ভূষিত করা হয় ।ক্লাবের পক্ষ থেকে সমরেশ বাবুর ছেলে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য তথা বলাগেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন কমিটির সদস্য পার্থ সারথী দাসের হাতে স্মারক তুলে দেওয়া হয় ।

এছাড়াও কাঁথি লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বারিদ বরন মন্ডলকে সম্বর্ধিত করা হয় ।বারিদ বরন মন্ডল কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতির দ্বায়িত্ব সামলেছেন লায়ন্স বর্ষ ১৯৯০-৯১।এর পাশাপাশি লায়ন্স জোন-রিজিওন-জেলা স্তরে বিভিন্ন দ্বায়িত্ব পালন করে চলেছেন।

সম্বর্ধিত করা হয় শিক্ষক ও সমাজসেবী শ্যামল জানাকে।কুলাইপদিমা জুনিয়ার বেসিক প্রাথমিক স্কুলের শিক্ষক শ্যামল জানা গত প্রায় এক দশক ধরে সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেছে।

বারিদ বরন মন্ডল ও শ্যামল জানার হাতে রাজদূত ব্যায়ামাগারের পক্ষ থেকে স্মারক-পুষ্প স্তবক তুলে দেওয়া হয় ।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রাজদূত ব্যায়ামাগারের এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেন ।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সহ সভাপতি রামকৃষ্ণ পন্ডা।

No comments