Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভ্রাতৃ দ্বিতীয়ায় দু:স্থদের উপহার বিলি রাজদূত ব্যায়ামাগারের

করোনা আবহেও সামাজিক দায়বদ্ধতা ভুলেনি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌর এলাকার ক্যানেলপাড়ের রাজদূত ব্যায়ামাগার।সোমবার ভ্রাতৃ দ্বিতীয়ার সন্ধ্যায় কাঁথি শহর ও সংলগ্ন এলাকার ১০০ জন মানুষের হাতে নানান উপহার সামগ্রী তুলে দিলো।অনুষ্ঠানে পৌ…

 




করোনা আবহেও সামাজিক দায়বদ্ধতা ভুলেনি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌর এলাকার ক্যানেলপাড়ের রাজদূত ব্যায়ামাগার।সোমবার ভ্রাতৃ দ্বিতীয়ার সন্ধ্যায় কাঁথি শহর ও সংলগ্ন এলাকার ১০০ জন মানুষের হাতে নানান উপহার সামগ্রী তুলে দিলো।অনুষ্ঠানে পৌরহিত্য করেন ব্যায়ামাগারের সভাপতি ডা: শ্রীমন্ত বানিয়া।প্রধান অতিথি ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য ও বলাগেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের ডাইরেক্টার পার্থ সারথী দাস ।অন্যান্যদের মধ্যে ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্টের প্রাক্তন গভর্নর মীনাক্ষ মাইতি,কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সতীনাথ দাস অধিকারী,রাজ্য ক্রীড়া সংস্থার সদস্য বিশ্বজিৎ মাইতি,কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত,কাঁথি লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রাক্তন সভাপতি বারিদবরন মন্ডল,কাঁথি লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি অশোক নন্দ,প্রাক্তন প্রধান শিক্ষক সুবর্ন বরন পন্ডা,সমাজসেবী মধূসুদন দাস অধিকারী,ডা: শক্তিপদ শীট,শিক্ষক শ্যামল জানা প্রমুখ।

বক্তারা তাঁদের ভাষনে বলেন অন্য সকল সার্বজনীন পুজা কমিটির থেকে রাজদূত ব্যায়ামাগার সব সময় আলাদা।শুধু পুজার দিন গুলোতে নয় সারা বছর মানুষের পাশে থাকে এই সংস্থা।এছাড়াও পুজার দিন গুলোতেও বড় প্যান্ডেল,বিশাল আলোক সজ্জার থেকে দু:স্থ মানুষদের পাশে থাকা বেশী জরুরি মনে করেন তাঁরা।তাই এদিন এতো গুলো মানুষের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দিলো।

রাজদূত ব্যায়ামাগারের কোষাধ্যক্ষ রাজনন্দিনী নন্দ মিশ্র জানিয়েছেন এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ১০০ জনেরও বেশী মানুষের হাতে শাড়ি,কম্বল,চাদর ,মশারি,ধুতি,চুড়িদার,লুঙ্গি ইত্যাদি পোষাক তুলে দেওয়া হয়েছে।এদিনের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সহ সভাপতি রামকৃষ্ণ পন্ডা।ভ্রাতৃ দ্বিতীয়ার সন্ধ্যায় উপহার সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন প্রাপকেরা।


No comments