Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বাস্থ্য পরীক্ষা,মাস্ক ও ওষুধ বিলি রাজদূত ব্যায়ামাগারের

সুস্থি ইলেক্ট্রো হোমিও মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউডের সহযোগিতা নিয়ে ১০০জনের বেশী দু:স্থ মানুষের মারন ভাইরাস করোনার প্রাথমিক পরীক্ষার ব্যাবস্থা করে রাজদূত ব্যায়ামাগার।পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ক্যানেলপাড়ের রাজদূত ব্যায়ামাগার এর …

 





সুস্থি ইলেক্ট্রো হোমিও মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউডের সহযোগিতা নিয়ে ১০০জনের বেশী দু:স্থ মানুষের মারন ভাইরাস করোনার প্রাথমিক পরীক্ষার ব্যাবস্থা করে রাজদূত ব্যায়ামাগার।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ক্যানেলপাড়ের রাজদূত ব্যায়ামাগার এর পুজা এবার ৫৪তম পদার্পন করলো।সেই উপলক্ষ্যে দু:স্থ মানুষদের উপহার সামগ্রী বিলির ব্যাবস্থা করা হয় ।১০০ জনের বেশী মানুষকে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয় ।সেই মানুষদের উপহার তুলে দেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করা হয় ।একই সাথে থার্মাল গান দিয়ে এই মানুষদের মারন ভাইরাস করোনার প্রাথমিক পরীক্ষা করা হয় ।

সুস্থি ইলেক্ট্রো হোমিও মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউডের কর্নধার ডা: শক্তিপদ শীঠ জানিয়েছেন এটা নতুন নয় ।প্রতি বছর রাজদূত ব্যায়ামাগারের উদ্যোগে দু:স্থ মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করে তাঁদের বিনা মুল্যে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিলি করার ব্যাবস্থা করা হয় ।এবার সেই কর্মসূচীর সাথে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পরীক্ষারও ব্যাবস্থা করা হয়েছিলো।সুস্থি ইলেক্ট্রো হোমিও মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউডের কর্নধার ডা: শক্তিপদ শীঠ জানিয়েছেন তাঁরা স্বাস্থ্য পরীক্ষা করে এই মানুষদের প্রয়োজনীয় ওষুধ প্রদান করার পাশাপাশি করোনার প্রাথমিক পরীক্ষাও করেন ।এদিনের অনুষ্ঠানে সকলকে মাস্কও বিলি করা হয় ।


No comments