Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথি-১ ব্লকের ঘাটুয়া পানীয়জল সরবরাহ প্রকল্প গত তিন মাস ধরে অচল

পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের অধীন কাঁথি-১ ব্লকের ঘাটুয়া পানীয়জল সরবরাহ প্রকল্প গত তিন মাস ধরে অচল হয়ে পড়েছে। মহিষাগোট গ্রামপঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষজন পরিশ্রুত পানীয়জলের জন্য ঘাটুয়া জল সরবরাহ প্রকল্…

 





পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের অধীন কাঁথি-১ ব্লকের ঘাটুয়া পানীয়জল সরবরাহ প্রকল্প গত তিন মাস ধরে অচল হয়ে পড়েছে। মহিষাগোট গ্রামপঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষজন পরিশ্রুত পানীয়জলের জন্য ঘাটুয়া জল সরবরাহ প্রকল্পের উপর নির্ভরশীল। পানীয়জল সরবরাহের অভাবে মা-বোনেদের ৩/৪ কিমি দূর থেকে পানীয়জল সরবরাহ করতে হয়।পঞ্চায়েত বা প্রশাসনের কোন হেলদোল নেই। সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র কে ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে ঘাটুয়া পানীয়জল সরবরাহ প্রকল্প চালু করার দাবী জানিয়েছেন। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন কেন্দ্র ও রাজ্য সরকার মেরুকরণ ও চমকের রাজনীতি নিয়ে ব্যস্ত।রাজ্যের শাসক দল ক্ষমতা কুক্ষিগত করার লড়াইয়ে গোষ্ঠী দ্বন্দ্বে ক্ষতবিক্ষত। মানুষের নূন্যতম পানীয়জল সরবরাহের বিষয়ে  সম্পূর্ণ উদাসীন।


No comments