ভাইফোঁটা উপলক্ষে সোমবার হলদিয়া পুরসভা ও হলদিয়া টি ফেস্টিভ্যাল কমিটির যৌথ উদ্যোগে ১৮নম্বর ওয়ার্ডের চকদ্বীপা হাইস্কুল এলাকায় গাছ লাগান হল। প্রথমদফায় ২০টি বকুল ও বট লাগান হয়। একই সঙ্গে গাছ বরণ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন…
ভাইফোঁটা উপলক্ষে সোমবার হলদিয়া পুরসভা ও হলদিয়া টি ফেস্টিভ্যাল কমিটির যৌথ উদ্যোগে ১৮নম্বর ওয়ার্ডের চকদ্বীপা হাইস্কুল এলাকায় গাছ লাগান হল। প্রথমদফায় ২০টি বকুল ও বট লাগান হয়। একই সঙ্গে গাছ বরণ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর শঙ্করপ্রসাদ নায়েক, টি ফেস্টিভ্যাল কমিটির সম্পাদক কমল বিষয়ী ও অন্যান্য সদস্যরা। শঙ্করবাবু বলেন, চকদ্বীপা হাইস্কুল থেকে বালুঘাটা পর্যন্ত রাস্তার পাশে বনবীথি তৈরি করা হবে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনটি এইকাজে সহযোগিতা করবে ও পরামর্শ দেবে।
No comments