Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্মৃতির পাতা থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়_প্রণব দাস

তিনি জীবনের শেষ প্রান্তে এসে ছবি আঁকা শুরু করেছিলেন । কাজের ফাঁকে কখনও অবকাশ পেলেই ডুব দিতেন চিত্রকলায় । তিনি বলতেন , " ওই খেলাটায় মেতে উঠতে ভালো লাগে কারণ কিছুক্ষণের জন্যে ও অন্তত আমার নিরানন্দ অন্ধ কারাগার থেকে তো মনটা ত…

 





তিনি জীবনের শেষ প্রান্তে এসে ছবি আঁকা শুরু করেছিলেন । কাজের ফাঁকে কখনও অবকাশ পেলেই ডুব দিতেন চিত্রকলায় । তিনি বলতেন , " ওই খেলাটায় মেতে উঠতে ভালো লাগে কারণ কিছুক্ষণের জন্যে ও অন্তত আমার নিরানন্দ অন্ধ কারাগার থেকে তো মনটা তখন বের হতে পারে ।" প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন আদর্শ , তিনি ছিলেন অনুসরণযোগ্য , তিনি ছিলেন নক্ষত্র অথচ তিনি ছিলেন সকলের কাছের মানুষ এবং অভিভাবক । সাংস্কৃতিক জগতের বাংলা ভান্ডারের শেষ তম উজ্জলতা নিয়ে চলে গেলে সৌমিত্র চট্টোপাধ্যায় । এই সমস্ত গুণ একজন মানুষের মধ্যে অর্জন করা সহজ ছিল না , যা তিনি অর্জন করেছিলেন । জাতি হিসেবে বাঙালির বড় সৌভাগ্য যে তিনি নিজেকে নিজের বাড়িতে এনেছিলেন এবং এমন ব্যক্তিত্ব তিনি তুলে ধরতে সফল হয়েছিলেন । এত বড় মাপের অভিনেতা হওয়া সত্বেও তার কাছে অন্যান্য কলাকুশলীদের পৌঁছানোর ক্ষেত্রে কোন বেড়া ছিল না । শুধু চলচ্চিত্রের ক্ষেত্রে যেকোনো ধরনের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে তার যে নিখুঁত অভিনয়ের পরিচয় তুলে ধরেছেন  , এর ফলে তার বড় সাধনার পরিচয় বহন করে । মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায় এর পাশাপাশি বিভিন্ন চরিত্রের তার যে নামকরণ ছিল চলচ্চিত্রে সেই নামে দর্শক সমাজে বেশি বেশি করে তিনি স্থান করে নিয়েছেন । বাংলা ছবির প্রায় দিকপাল পরিচালক দের ছবিতে সাফল্যের সাথে নিজের অভিনয় শৈলী কে কাজে লাগিয়ে দর্শক সমাজের মন জয় করেছেন এবং দিকপাল পরিচালকদের আর ও বেশি করে তিনি কাছে টেনে নিতে সক্ষম হয়েছেন । শুধু চলচ্চিত্রে নয় কবিতা , আবৃত্তিকার , নাট্যকার , নির্দেশক , শিক্ষক , সম্পাদক সহ কত শিরোপায় সাজিয়েছেন নিজেকে , তা সত্যিই বিস্ময়কর । জীবনানন্দ দাশের সেই অমোঘ পংক্তি ," মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় " । মানব সৌমিত্র চট্টোপাধ্যায়ের সফর শুরু হলো এই । যার কোন ও শেষ নেই কোথাও । হলদিয়া , বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব কমিটি এবং হলদিয়া উৎসব কমিটি তার প্রাণ আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত । তার পরিবারের প্রতি এবং সকল অনুরাগীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি । তার বারবার উপস্থিতি সাহিত্য উৎসব এবং হলদিয়া উৎসব কে সমৃদ্ধ করেছে । বেদনাহত চিত্তে আমরা সবাই তাকে বারবার যেমন স্মরণ করব তেমনি তার মত অগ্রজ সংস্কৃতি চেতনাসম্পন্ন ব্যক্তিত্ব বাংলার সংস্কৃতির ভান্ডার কে যেভাবে সমৃদ্ধ করে গেলে তা কোনদিন ভুলবো না । সৌমিত্র চট্টোপাধ্যায় লহ প্রণাম । সকলকে ধন্যবাদ ও নমস্কার জানাই ।


No comments