আলোচনার ভিত্তিতে দ্রুত স্কুল চালু সহ এক গুচ্ছ দাবিতে তমলুক জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসের সামনে অবস্থান কর্মসূচি। প্রাথমিক শিক্ষক সমিতি জেলা কমিটি সংগঠনের পক্ষ থেকে ২৩ দফা দাবি সংসদ সভাপতির কাছে পেশ করেন। শিক্ষক সংগঠনগুলোর …
আলোচনার ভিত্তিতে দ্রুত স্কুল চালু সহ এক গুচ্ছ দাবিতে তমলুক জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসের সামনে অবস্থান কর্মসূচি।
প্রাথমিক শিক্ষক সমিতি জেলা কমিটি সংগঠনের পক্ষ থেকে ২৩ দফা দাবি সংসদ সভাপতির কাছে পেশ করেন। শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত পঠন-পাঠন চালু, ছাত্রীদের উপযুক্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক সরবরাহ, জাতীয় শিক্ষানীতি ২০ বাতিল ও প্রাক প্রাথমিকের জন্য নির্দিষ্ট বইয়ের দাবি রয়েছে।
সংগঠনের সম্পাদক সতীশ সাহু,-সভাপতি গোকুল মুড়া সহ অন্যরা উপস্থিত ছিলেন।
সতীশ বাবু বলেন প্রাথমিক শিক্ষকদের আন্তঃ জেলা বদলিতে দক্ষিণ ২৪ পরগনা থেকে আমাদের জেলার কয়েকশো শিক্ষক শিক্ষিকার বদলি আটকে রয়েছে এ ব্যাপারে হস্তক্ষেপ দাবি জানানো হয়েছে।
No comments