সারা ভারত অসংগঠিত শ্রমিক কংগ্রেস কমিটির উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন আয়োজিত হল শনিবার।এদিন তমলুক ব্লকের হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় পাঁচ শতাধিক কংগ্রেস কর্মীদের নিয়ে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সভা আয়োজিত হয়।এদিনের…
সারা ভারত অসংগঠিত শ্রমিক কংগ্রেস কমিটির উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন আয়োজিত হল শনিবার।এদিন তমলুক ব্লকের হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় পাঁচ শতাধিক কংগ্রেস কর্মীদের নিয়ে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সভা আয়োজিত হয়।এদিনের কর্মসূচিতে ছিলেন শেহানাজ রফিক - ন্যাশনাল কোর্ডিনেটর- AIUWC.স্বপন বসু- চেয়ারম্যান- পঃবঙ্গ শাখা- AIUWC
শ্রী মানস কর মহাপাত্র মহাশয়- সভাপতি- পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি।
শ্রী অসিত মিত্র- বিধায়ক- পঃবঙ্গ সরকার ।
শ্রী শুভঙ্কর সরকার- সদস্য নিখিল ভারত কংগ্রেস কমিটি ।সেখ আনোয়ার আলি- সদস্য নিখিল ভারত কংগ্রেস কমিটি । শ্রী ক্ষিতীন্দ্র মোহন সাহু -সদস্য
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি শ্রী সনৎ কুমার বটব্যাল - সদস্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি ।জনাব সেখ জিয়াদ আলি সাহেব চেয়ারম্যান- পূর্ব মেদিনীপুর জেলা AIUWC. জেলা ও ব্লক কংগ্রেস নেতৃত্ব । সহ অন্যান্য দলীয় কর্মীরা।
No comments