Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

CPI(M) এর ভগবানপুর সুভাষচন্দ্র বাগ নতুন ভবনের শুভ উদ্বোধনে জেলা সম্পাদক নিরঞ্জন সিহি

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নম্বর ব্লকের গোপীনাথপুর বাজারে CPIMএর সুভাষচন্দ্র বাগ নতুন ভবনের শুভ উদ্বোধন হল ।CPIMএর পক্ষ থেকে দীর্ঘদিনের দাবি ছিল গোপীনাথপুরে একটি তাদের কার্যালয় অফিস হোক।  তাই গোপীনাথপুর CPIM সর্মথকরা বেজায…

 





পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নম্বর ব্লকের গোপীনাথপুর বাজারে CPIMএর সুভাষচন্দ্র বাগ নতুন ভবনের শুভ উদ্বোধন হল ।CPIMএর পক্ষ থেকে দীর্ঘদিনের দাবি ছিল গোপীনাথপুরে একটি তাদের কার্যালয় অফিস হোক।  তাই গোপীনাথপুর CPIM সর্মথকরা বেজায় খুশি। উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, উপস্থিত ছিলেন ইব্রাহিম আলী, পরিতোষ পট্টনায়েক, সত্য রঞ্জন দাস, মধুসূদন গুছাইৎ প্রমূখ।

No comments