করোনা আবহের মধ্যে বিজ্ঞানী মেঘনাথ সাহার জন্মদিন কে সামনে রেখে সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুরে 20তম কর্মসূচি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্র ও আলোক চেতনা পরিবারের যৌথ উদ্যোগে রাম পুর বিবেকানন্দ মিশন বিদ…
করোনা আবহের মধ্যে বিজ্ঞানী মেঘনাথ সাহার জন্মদিন কে সামনে রেখে সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুরে
20তম কর্মসূচি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্র ও আলোক চেতনা পরিবারের যৌথ উদ্যোগে
রাম পুর বিবেকানন্দ মিশন বিদ্যা মন্দিরে হল।
চারা গাছ বিতরণ ও মাস্ক বিতরণ ।বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী ১২৭ তম মেঘনাথ সাহার জণ্মদিন তার প্রতি
কৃতিতে পুষ্পার্ঘ্য ও জীবনী নিয়ে আলোচনা।করোনা সচেতন পথনাটিকা (আমরা করবো জয়)।
এবং ৫৫ জনের covid 19 Test করা হল(আমলাট B. P.H.C) এছাড়া 200 শত চারাগাছ 500শত মাক্স বিতরন করা হয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্র ও আলোক চেতনা পরিবারের উদ্যোগে। উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের জেলার সহ সম্পাদক নকুল চন্দ্র ঘাটী, বিজ্ঞান কেন্দ্রর সভাপতি প্রভাস সামন্ত,সম্পাদক মনিন্দ্রনাথ গায়েন,তাপস প্রধান,সুকমল প্রধান,দেবু প্রধান , এবং আলোচেতনার সদস্য রনজিৎ দাস ও বিশিষ্ট জনেরা।
No comments