করো না আবহের সারাদেশ আতঙ্কিত। সরকারি নির্দেশ মেনে মানুষ জীবন যাপন করছেন। বর্তমানে পুলিশ ,সিভিক পুলিশ, নার্স, ডাক্তার, সাংবাদিক সকলেই করোনা যুদ্ধে সামনের সারিতে লড়াই করছেন ।সুতাহাটা থানার সিভিক পুলিশ অতনু প্রামানিক বেশিরভাগ সময় …
করো না আবহের সারাদেশ আতঙ্কিত। সরকারি নির্দেশ মেনে মানুষ জীবন যাপন করছেন। বর্তমানে পুলিশ ,সিভিক পুলিশ, নার্স, ডাক্তার, সাংবাদিক সকলেই করোনা যুদ্ধে সামনের সারিতে লড়াই করছেন ।সুতাহাটা থানার সিভিক পুলিশ অতনু প্রামানিক বেশিরভাগ সময় সুতাহাটা স্টেট ব্যাংকে ডিউটিতে থাকতেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোক তাকে তমলুক একটি নার্সিংহোমে ভর্তি করেন। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।সুতাহাটা থানা সিভিক অনন্ত পুর গ্রাম, নাম অতনু প্রামানিক।শারীরিক অসুস্থতার কারনে পরলোক গমন করেন। সেই শুনে তার মা বিষপান করে হলদিয়া
মহকুমা হাসপাতালে ভর্তি। বর্তমানে সুস্থ আছেন।তার স্ত্রী বর্তমানে পেগন্যান্ট।
প্রসঙ্গত গত সাত মাস আগেই সে বিবাহ করেন। অতনু প্রামানিক বয়স (২৫) তার এই মৃত্যু সংবাদ শুনে এলাকার মানুষ শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন । সুতাহাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস কুমার মাইতি তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন।
No comments