করোণা আবাহয়ে মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার আটটি দুর্গ উৎসবের পুজো মণ্ডপ উদ্বোধন করবেন নবান্ন সভা ঘর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।( ১৫ অক্টোবর)রাত পোহালেই দূর্গা মন্ডপের উদ্বোধন।জানালেন পূর্ব মেদিনীপুর জেলা তথ্য …
করোণা আবাহয়ে মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার আটটি দুর্গ উৎসবের পুজো মণ্ডপ উদ্বোধন করবেন নবান্ন সভা ঘর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।( ১৫ অক্টোবর)রাত পোহালেই দূর্গা মন্ডপের উদ্বোধন।জানালেন পূর্ব মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরে আধিকারিক গিরিধারী সাহা। পূর্ব মেদিনীপুর জেলার চারটি মহাকুমার এলাকায় পুজো মণ্ডপ গুলি।
১)তাম্রলিপ্ত আদি সার্বজনীন দুর্গোৎসব,২) তমলুক ইয়ুথ স্পোর্টিং ক্লাব, ৩) চৌখালী আদি সর্ব্বজনীন দূর্গা উৎসব কমিটি,৪) নন্দকুমার স্পোর্টস এন্ড কালচার সেন্টার দূর্গা উৎসব কমিটি,৫) প্রতাপপুর দুর্গাপূজা কমিটি পাঁশকুড়া, এবং ৬) মহিষাদল সানডে ক্লাব,৭) ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব এগরা ৮)রামনগর বাজার ব্যবসায়ী সমিতি।
No comments