সুতাহাটা পঞ্চায়েত সমিতি অন্তর্গত বাহার গ্রামে হনুমান গাছ থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে যায়। তাকে স্থানীয় গ্রামবাসীরা সেবা-শুশ্রূষা করে।পরে ঐ গ্রামের শেখ মোজাম্মেল বাবুর ফোন করে পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ ,সুতাহাটা, হলদিয়া বিজ্ঞান ক…
সুতাহাটা পঞ্চায়েত সমিতি অন্তর্গত বাহার গ্রামে হনুমান গাছ থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে যায়। তাকে স্থানীয় গ্রামবাসীরা সেবা-শুশ্রূষা করে।পরে ঐ গ্রামের
শেখ মোজাম্মেল বাবুর ফোন করে পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ ,সুতাহাটা, হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের নকুল চন্দ্র ঘাটী ও মলয় মহাপাত্র কে বিস্তারিত জানান। বিজ্ঞান মঞ্চের তৎপরতায় সুতাহাটার বাহার ডাব গ্ৰামের গাছ থেকে পড়ে যাওয়া হনুমানকে বালু ঘাটা বনবিভাগের আধিকারিক সুখলাল হেমরম ও রাজীব দাসের হাতে তুলে দেওয়া হয়।
No comments