তৃণমূল ব্লক কমিটির উদ্যোগে কেন্দেমারি গ্রাম পঞ্চায়েত প্রধান সহ তিন সদস্যকে দলের থেকে বহিস্কৃত করা হয়। সেই বহিস্কৃত সদস্য এবং অঞ্চল কমিটি আলাদা আলাদাভাবেই মিছিল সংঘটিত করেন এবং উভয় উভয়ের দিকেই স্বজনপোষণের অভিযোগ তুলেন। যে নন্…
তৃণমূল ব্লক কমিটির উদ্যোগে কেন্দেমারি গ্রাম পঞ্চায়েত প্রধান সহ তিন সদস্যকে দলের থেকে বহিস্কৃত করা হয়। সেই বহিস্কৃত সদস্য এবং অঞ্চল কমিটি আলাদা আলাদাভাবেই মিছিল সংঘটিত করেন এবং উভয় উভয়ের দিকেই স্বজনপোষণের অভিযোগ তুলেন। যে নন্দীগ্রাম সারা রাজ্যের পরিবর্তনের ডাক দিয়েছিল সেই নন্দীগ্রামে মা মাটি মানুষের সরকারের প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও একই দলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় বিরোধীরা কটাক্ষ করলেন । বিজেপির শ্রমিক নেতা প্রদীপ বিজলী বলেন নির্বাচনের আগেই এদের এই নাটক দেখা যায়। আর ঠিক সময়ে নিজেদের স্বজনপোষণ নিয়ে নিজেরাই ভাগাভাগি করে নেয়। এই নাটক সাধারণ মানুষ দেখতে অভ্যস্ত হয়ে গেছেন। এর জবাব 2021 এ বিধান সভা নির্বাচনের মধ্য দিয়ে দেবে।
No comments