উত্তরপ্রদেশের হাথরসে দলিত কন্যা মণিষা বাল্মিকী ধর্ষণ এর প্রতিবাদে আজ হলদিয়া চৈতন্যপুর মোড়ে (সি আই টি ইউ)এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়।উপস্থিত ছিলেন CITU এর জেলা নেতৃত্ব লক্ষীকান্ত সামন্ত,শান্তনু দাস,সবিতা ভট্টাচার্য,কৃষক স…
উত্তরপ্রদেশের হাথরসে দলিত কন্যা মণিষা বাল্মিকী ধর্ষণ এর প্রতিবাদে আজ হলদিয়া চৈতন্যপুর মোড়ে (সি আই টি ইউ)এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়।উপস্থিত ছিলেন CITU এর জেলা নেতৃত্ব লক্ষীকান্ত সামন্ত,শান্তনু দাস,সবিতা ভট্টাচার্য,কৃষক সভার পক্ষে নান্টুপদ মাঝি,স্বপন দাস,খেতমজুরের পক্ষে সুকুমার চাউলিয়া,যুব নেতা নজরুল ইসলাম,পরিতোষ পট্টনায়েক,মহিলা নেত্রী মন্দিরা পন্ডা,পূর্বাশা দাস অধিকারী ও রীনা পাহাড়ি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
No comments