আজ হেঁড়িয়া তে উত্তরপ্রদেশে দলিত কন্যা মনীষা বাল্মীকিকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে যোগীর পুলিশের নগ্ন ভূমিকার বিরুদ্ধে বাম কংগ্রেসের যৌথ বিক্ষোভ মিছিল ,সভা সংগঠিত হয়। নেতৃত্বে সি,পি,আই (এম) নেতা হিমাংশু দাস, কংগ্রেস নেতা মনোরঞ্জন…
আজ হেঁড়িয়া তে উত্তরপ্রদেশে দলিত কন্যা মনীষা বাল্মীকিকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে যোগীর পুলিশের নগ্ন ভূমিকার বিরুদ্ধে বাম কংগ্রেসের যৌথ বিক্ষোভ মিছিল ,সভা সংগঠিত হয়। নেতৃত্বে সি,পি,আই (এম) নেতা হিমাংশু দাস, কংগ্রেস নেতা মনোরঞ্জন জানা ,আর, এস, পি ,নেতা অশ্বিনী জানা, গোকুল ঘোড়াই, শেখ জাহাজ আলী, অতনু রায়, সুব্রত ঢালী, গৌতম প্রধান, গৌরী জানা, বিশ্বজিৎ দাস সহ নেতৃত্বগন উপস্থিত ছিলেন। মিছিলের শেষে হেঁড়িয়া খেজুরি রাস্তায় যোগীর কুশপুতুল পোড়ানো হয় এবং এই ঘটনার তীব্র নিন্দা করে নেতৃত্ব গন স্লোগানে ও বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন।
No comments