মা মাটি মানুষ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এর স্বপ্নের প্রকল্প পথশ্রী অভিযানের বাস্তব রূপায়নে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের আর্থিক সহায়তায় হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত শেখ আমিরুলের বাড়ি থেকে খ…
মা মাটি মানুষ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এর স্বপ্নের প্রকল্প পথশ্রী অভিযানের বাস্তব রূপায়নে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের আর্থিক সহায়তায় হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত শেখ আমিরুলের বাড়ি থেকে খিরিশ তলার রাস্তা শুভ উদ্বোধন হল !উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয়া তুলিকা দত্ত ব্যানার্জি ও হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সুব্রত হাজরা ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা সাকিনা বিবি ও সদস্য মাননীয় সোমনাথ ভূঞ্যা এবং চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া সুমিতা কর খুটিয়া ও অন্যান্য জনপ্রতিনিধি গন ।
No comments