Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজ ঃ এবার করোনা আক্রান্ত হলদিয়া পৌরসভার চেয়ারম্যান

করণা আবহের মধ্যে হলদিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে করোণা আক্রান্ত হলেও । এই প্রথম পৌরসভার অফিসে করোণা পজিটিভ ধরা পরল। কিন্তু হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মন্ত্রী শুভেন্দু অধিকারী করোণা পজিটিভ হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরল…

 





করণা আবহের মধ্যে হলদিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে করোণা আক্রান্ত হলেও । এই প্রথম পৌরসভার অফিসে করোণা পজিটিভ ধরা পরল। কিন্তু হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মন্ত্রী শুভেন্দু অধিকারী করোণা পজিটিভ হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কিন্তু পাশেই হলদিয়া পৌরসভার চেয়ারম্যানের করোনা পজিটিভ ধরা পড়ল।হলদিয়া পৌরসভার  অফিসের অন্যান্য কর্মচারীদের চিন্তার ভাঁজ পড়েছে।

প্রসঙ্গত,গত কয়েক মাস করোনার মহামারীতে ঝুঁকী নিয়ে প্রায় প্রত্যেক দিন পৌর  সভায এলাকার অধিবাসীদের জন্য সদা ব্যাস্ত থাকতেন চ্যায়ারমেন ।যদিও সাধারণ মানুষের সঙ্গে দেখা করতেন না। পৌরসভার অফিসের সামনে তা বোর্ড লাগানো থাকত।পৌরসভা অফিসে ঢোকার আগেই  স্যানিটাইজার করার জন্য ব্যবস্থা রয়েছে। সারা ওয়ার্ড এলাকায় উন্নয়নের জন্য বিভিন্ন সময় ব্যস্ত থাকতেন তিনি।

শুধু তাই নয় করোনা পজিটিভ রুগীদের নিজে দাঁড়িয়ে থেকে হাসপাতালে পাঠানো।তাদের দ্রুত আরোগ্যের জন্য পরিকাঠামোর দেখভাল করা ছিল তাঁর নিত্যদিনের ডেলি রুটীন। গতকাল রিপোর্ট আসে হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সহ তার পরিবারের পজেটিভ। তৎক্ষণাৎ হলদিয়া পৌরসভা স্বাস্থ্য দপ্তর ও জেলা স্বাস্থ্য আধিকারিক তাকে হোমকরেন্টাইন থাকার নির্দেশ দিয়েছেন। চেয়ারম্যান ও স্ত্রী এবং কন্যার করোনা পজিটিভ।হলদিয়া পৌরসভার পৌরপিতা করোনা পজিটিভ শোনামাত্রই এলাকার মানুষ যেমন চিন্তিত হয়েছেন ।ঠিক তেমনি ভাবে ইশ্বরের কাছে  অনেকেই প্রার্থনা  করছেন যাতে উনি দ্রুত আরোগ্য লাভ করেন। হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলার শেখ মজাফফর উনার দ্রুত আরোগ্য কামনা করেছেন।


No comments