Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মূখ‍্যমন্ত্রী ব্রাহ্মণদের মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করার পর হলদিয়া ব্লকের সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে সমাবেশের প্রস্তুতি সভা চকদ্বীপা অঞ্চলে,

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/HaXI_s22q8Iমাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর সেই খবর পেয়ে খুশি হয়ে পূর্ব মেদিনীপুর হলদিয়া ব্লকের চারটি অঞ্চলে  সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগ…

 



ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/HaXI_s22q8I

মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর সেই খবর পেয়ে খুশি হয়ে পূর্ব মেদিনীপুর হলদিয়া ব্লকের চারটি অঞ্চলে  সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। কোথাও পথসভা কোথাও আবার আগামী চলতি মাসেই ব্লক একটি সমাবেশ সেই সমাবেশের সাফল্যমন্ডিত করার জন্য প্রস্তুতি সভা আয়োজিত হল।

 এদিন, সমাবেশকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো এবং তারপরেই ব্রজলাল চক বাজারে এলাকায় একটি মিছিল সংঘটিত হয়।

এদিনের সভায় ছিলেন ব্রাহ্মণ ট্রাস্টের হলদিয়া ব্লক কমিটির সম্পাদক সত্যপ্রকাশ সান্ধকী।


চন্দ্রনাথ উত্থাসিনী, খোকন চক্রবর্তী, শুকদেব উত্থাসিনী,

 সচ্চিদানন্দ মিশ্র, উদয়শঙ্কর উত্থাসিণী, সুরজিৎ সান্ধকী, ব্রহ্মানন্দ সান্ধকী

ভীম চরণ মিশ্র, অভিজিৎ মিশ্র, গণেশ মিশ্র, শংকর নাথ দীক্ষিত প্রমূখ। সত্যপ্রকাশ সান্ধকী

 শ্রী সান্ধকী বলেন-"কয়েক বছর ধরে আমাদের আন্দোলনের ফলে আজ সুফল মিলেছে। আমাদের মূলত দাবি ছিল যে ব্রাহ্মণদের মহার্ঘভাতা দিতে হবে। এবং গরীব দুস্থ ব্রাহ্মণদের বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। সেই মত মুখ্যমন্ত্রী ৮০০০ ব্রাহ্মণদের মাসিক ১০০০ করে বিশেষ ভাতার ঘোষণা করেন এবং ব্রাহ্মণদের বাড়ি রাজ্য সরকার করে দেওয়ার ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ।এতে আমরা আনন্দিত উৎসাহিত। আমরা ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী ও রাজ্যের মন্ত্রী রাজীব ব্যানার্জি কে। পূর্ব মেদিনীপুর জেলা জেলা কমিটির ডাকে হলদিয়া ব্লকে পশ্চিমবঙ্গের সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সভাকে সাফল্য করার জন্য। প্রতিটি অঞ্চলে অঞ্চলে আমরা সভা-সমিতি অনুষ্ঠিত করছি। এখনো অনেক ব্রাহ্মণ আমাদের সদস্য বাইরে রয়েছেন তাদেরকে আমাদের সংগঠনের ছত্রছায়া আনার জন্য উদ্যোগ গ্রহণ করছি।









No comments