পরিবর্তনে আরেক নাম নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে আম্ফান থেকে শুরু করে অতি মহামারী করোনাভাইরাস সময় শাসকদলের নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন ।আর সেখানে ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ তারা প্রতিনিয়ত এলা…
পরিবর্তনে আরেক নাম নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে আম্ফান থেকে শুরু করে অতি মহামারী করোনাভাইরাস সময় শাসকদলের নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন ।আর সেখানে ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ তারা প্রতিনিয়ত এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি রেখে চলেছেন।
প্রসঙ্গত, আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির দলে শাসক দল এবং সিপিআই(এম) থেকে বহু মানুষ বিজেপির পতাকা তলে এসেছেন। নন্দীগ্রামে ২০০৬ সালে জমি ভূমি আন্দোলনকে কেন্দ্র করে নন্দীগ্রাম বামপন্থীদের দুর্গ । সেই দুর্গের অবসান ঘটেছিল রাজ্য থেকে বিদায় নিয়েছিলেন বামপন্থীরা। মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই নন্দীগ্রাম আবার ধীরে ধীরে পরিবর্তনের পরিবর্তন ডাক দিয়েছে। আজ ভারতীয় মজদুর সংঘের একটি সুবিশাল পদযাত্রা এলাকা পরিক্রমা করে।
No comments