Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৬ শে নভেম্বর সারা ভারত সাধারন ধর্মঘট সফল করার অাবেদন জানান মামুদ হোসেন

দেশপ্রাণ ব্লক ক্ষেতমজুর ইউনিয়নের সরদা অঞ্চল কমিটির অাহ্বানে অাজ ফুলেশ্বর, দুরমুঠ,গোটসাউড়ী, পাঁচগেছিয়া,কুঁকড়াউল প্রভৃতি গ্রামে ক্ষেতমজুর ইউনিয়নের সদস্য সংগ্রহ অভিযান ও অাগামী ২৬ শে নভেম্বর কৃষি ও কৃষক সহ শ্রমিক বিরোধী কালাকানুন বা…

 






দেশপ্রাণ ব্লক ক্ষেতমজুর ইউনিয়নের সরদা অঞ্চল কমিটির অাহ্বানে অাজ ফুলেশ্বর, দুরমুঠ,গোটসাউড়ী, পাঁচগেছিয়া,কুঁকড়াউল প্রভৃতি গ্রামে ক্ষেতমজুর ইউনিয়নের সদস্য সংগ্রহ অভিযান ও অাগামী ২৬ শে নভেম্বর কৃষি ও কৃষক সহ শ্রমিক বিরোধী কালাকানুন বাতিল সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সাধারণ ধর্মঘটের সমর্থনে প্রচারাভিযান চালানো হয়।কর্মসূচি তে নেতৃত্ব দেন গণঅান্দোলনের নেতা মামুদ হোসেন, ক্ষেতমজুর ইউনিয়নের ব্লক সম্পাদক সেক নুরুল অালি, সভাপতি সলিলবরণ মান্না, সুতনু মাইতি , গোপাল মাইতি প্রমুখ নেতৃবৃন্দ। গণঅান্দোলনের জেলা নেতা মামুদ হোসেন বলেন কেন্দ্রীয় সরকার বিগত ৭০ বছরে গড়ে তোলা সব সরকারী সম্পদ বিক্রয় করতে ব্যস্ত।অার রাজ্য সরকার বিগত বামফ্রন্ট সরকারের ৩৪ বছরে সৃষ্ট সরকারী সম্পদ কে নীল-সাদা রং চাপিয়ে নিজেদের অামলে করা বলে ঢাকঢোল পেটাতে ব্যস্ত।শিল্প বন্ধ্যা,কৃষি বিপন্ন,ঘৃণা ও বিভেদের রাজনীতি লাগামছাড়া, কর্মসংস্হান স্তব্ধ, অর্থনীতি দেউলিয়া - এসবের বিরুদ্ধে অাগামী ২৬ শে নভেম্বর সারা ভারত জুড়ে সাধারন ধর্মঘট সফল করার অাবেদন জানান মামুদ হোসেন।


No comments