Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রায়ত হলেন বিধানসভার ডেপুটি স্পিকার

প্রয়াত হলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন।১০ অক্টোবর তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই সকাল…

 






প্রয়াত হলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন।১০ অক্টোবর তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়।ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, কর্কট রোগের চিকিৎসা চলাকালীন করোনা আক্রান্তও হন তিনি।

 মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১১ সালে ঝাড়গ্রাম থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে নির্বাচিত হন সুকুমার হাঁসদা। প্রথম তৃণমূল সরকারে তিনি পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পান। তবে ২০১৬ সালের নির্বাচনে তিনি জিতে আসার পরও তাঁকে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব আর দেওয়া হয়নি।জঙ্গলমহলে শাসক দলের রাজনীতিতে তিনি আরও কোণঠাসা হয়ে পড়েন ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচন এবং পরের বছর লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর। 


No comments