উত্তরপ্রদেশের আগ্রার কাছে হাতরাশ গ্রাম। ১৯ বছরের মণীশা ক্ষেতে কাজ করছিল যখন পিছন থেকে তার ওড়না ধরে ক্ষেতের ভেতরে টেনে নিয়ে যায় ৪ জন মিলে।
তারপর শুরু হয় ধর্ষণ। ধর্ষণের তীব্রতা এতটাই মারাত্মক যে তরুণীর দাঁতের চাপে তার জিভ পুরো কেটে…
উত্তরপ্রদেশের আগ্রার কাছে হাতরাশ গ্রাম। ১৯ বছরের মণীশা ক্ষেতে কাজ করছিল যখন পিছন থেকে তার ওড়না ধরে ক্ষেতের ভেতরে টেনে নিয়ে যায় ৪ জন মিলে।
তারপর শুরু হয় ধর্ষণ। ধর্ষণের তীব্রতা এতটাই মারাত্মক যে তরুণীর দাঁতের চাপে তার জিভ পুরো কেটে যায়, মেরুদণ্ড ভেঙে যায়। পরে তাকে গ্রামবাসীরা হাসপাতালে নিয়ে গেলে এক সপ্তাহ চিকিৎসার পর কথা বলার মত অবস্থায় আসে সে। পুলিশের কাছে দায়ের হয় ধর্ষণের অভিযোগ।
দিন তার অবস্থা গুরুতর হলে তাকে দিল্লির সফরজং হাসপাতালে নিয়ে আসা হয়। সেইখানে আজ ভোরে দীর্ঘ লড়াইয়ের পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। সাংবাদিকের সামনে তার ভাই কান্নায় ভেঙে পড়ে, বলে যে ভালো হয়েছে তার বোন চলে গেছে কারণ এই দেশটা মেয়েদের জন্য নয়।
১৯ বছরের দলিত তরুণীর ধর্ষণ করেছে ৪ জন হিন্দু
উচ্চবর্ণের জানোয়ার - সন্দীপ, রামু, লভকুশ আর রভি। ধর্ষকদের সম্প্রদায় অন্য হলে এতক্ষণ দেশে আগুন লেগে যেত, কিন্তু এখন সবাই চুপ | মিডিয়া হোক কি কঙ্গনা। টিআরপি নেই খবরের, রাজনৈতিক ফায়দাও নেই যে।
কাল থেকে পড়ছিলাম যোগী উত্তরপ্রদেশে দুর্গা পুজো বন্ধ করে দিয়েছে। ঠিকই আছে। যেই রাজ্যে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেট কেটে বাচ্চার লিঙ্গ বোঝার চেষ্টা হয়, খালি ২০১৮ তে ৩৯৪৬ টি রেপ কেস রিপোর্ট করা হয় যার মধ্যে ৪৩২২ জন ভিক্টিমের মধ্যে ১৪১১ জন নাবালিকা, সেই রাজ্যে দেবী পুজো না হওয়াই ভালো।
উত্তরপ্রদেশের যোগী রাজে মা দুর্গাও সুরক্ষিত নয় ।
No comments