Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

500(পাঁচশত) পিস মাস্ক কিনলেন জেলার পটচিত্র শিল্পীদের কাছ থেকে জেলাশাসক পার্থ ঘোষ

পূর্ব মেদিনীপুর জেলা সমাহর্তা মাননীয় পার্থ ঘোষ মহোদয় শুধু আশ্বাস দিয়ে ক্ষান্ত থাকেন নি, তিনি পূর্ব মেদিনীপুর জেলার পটচিত্র শিল্পীদের কাছে আজ 500(পাঁচশত) পিস মাস্ক কিনলেন।  তাঁর নির্দেশ মতো আমাদের ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ম…

 






পূর্ব মেদিনীপুর জেলা সমাহর্তা মাননীয় পার্থ ঘোষ মহোদয় শুধু আশ্বাস দিয়ে ক্ষান্ত থাকেন নি, তিনি পূর্ব মেদিনীপুর জেলার পটচিত্র শিল্পীদের কাছে আজ 500(পাঁচশত) পিস মাস্ক কিনলেন।  তাঁর নির্দেশ মতো আমাদের ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় অভিষেক দাস মহোদয় মাস্ক গুলি গ্ৰহণ করলেন। 

              সাথে সাথে স্যার (BDO Chandipur) আরও কিছু মাস্ক এর অর্ডার দিলেন। 

           পূর্ব মেদিনীপুর জেলার পটচিত্র শিল্পীদের পক্ষথেকে প্রশাসনিক দপ্তরের এমন দয়ালু মহৎ  গুনীজনদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা। 

            আর আমাদের এতো কিছু সাফল্যের জন্য যাঁর  অবদান অকপটে স্বীকার করতে হয়, সেই শ্যামসুন্দর পুর হাইস্কুলের প্রধান শিক্ষক মাননীয় অরুনাংশু প্রধান মহোদয় কেও আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা। 

               করোনা র এই উদ্বেগজনক পরিস্থিতিতে প্রথম থেকেই দেখেছি আপনারা যেভাবে সাধারণ মানুষের কাছে ছুটে গেছেন  তার কোন প্রশংসাই যথেষ্ট নয়।  স্যার আপনারা সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন।

No comments