পূর্ব মেদিনীপুর এর নন্দকুমার ব্লকের পূর্ব গুমাই গ্রামের ২৩২ নম্বর বুথ এলাকার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থা। গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক স্তর থেকে জনপ্রতিনিধি দের বারবার জানিয়েছেন। মিলেছে শুধুই প্রতিশ্রুতি। কিন্ত…
পূর্ব মেদিনীপুর এর নন্দকুমার ব্লকের পূর্ব গুমাই গ্রামের ২৩২ নম্বর বুথ এলাকার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থা। গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক স্তর থেকে জনপ্রতিনিধি দের বারবার জানিয়েছেন। মিলেছে শুধুই প্রতিশ্রুতি। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরন হয়নি আজ ও। কেটে গেছে বর্ষাকাল, বর্তমানে কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি তে গ্রাম্য রাস্তার বেহাল দশা। যা চলাচল এর অযোগ্য। এই রাস্তা দিয়ে রোগী নিয়ে যেতে খুব সমস্যার মধ্যে পড়তে হয় মানুষজন কে। তাই আজ গ্রামের মানুষ প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ এর জন্য রাস্তার মধ্যে জমা জলে মাছ ছেড়ে মুগরী বসিয়ে, মহিলারা ছাকনি জাল দিয়ে মাছ ধরার অভিনয় করে বিক্ষোভ দেখালেন। আগামীদিনে রাস্তা ঠিক না হলে তাঁরা বৃহত্তম আন্দোলন এ নামবেন বলে জানান।
No comments