Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজ ঃ আজ থেকে রাজ্যব্যাপী ২৪ ঘন্টা এস বি আই এ টি এম ধর্মঘট

করো না আবহে মানুষ যখন গৃহবন্দি সরকারি নিয়ম মেনে চলছে ঠিক সেই সময় ব্যাংক-বীমা কৃষি নিয়ে কেন্দ্র নয়াবিল এনেছেন এবং সারা ভারতবর্ষে ব্যাপী সেই সকল বিলের প্রতিবাদে মিছিল সংঘটিত হচ্ছে। আর তারই মধ্যে S.B.I. ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ …

 




করো না আবহে মানুষ যখন গৃহবন্দি সরকারি নিয়ম মেনে চলছে ঠিক সেই সময় ব্যাংক-বীমা কৃষি নিয়ে কেন্দ্র নয়াবিল এনেছেন এবং সারা ভারতবর্ষে ব্যাপী সেই সকল বিলের প্রতিবাদে মিছিল সংঘটিত হচ্ছে। আর তারই মধ্যে S.B.I. ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিকাল দুটো থেকে  রাত্রি দশটা কোন কর্মী এটিএম এর সামনে রাখবেন না। সেই সকল কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে আজ 24 ঘণ্টা১৯ অক্টোবর সোমবার থেকে রাজ্যব্যাপী সমস্ত এস বি আই এটিএম কেন্দ্রে ধর্মঘটে সামিল হলেন। অল বেঙ্গল কন্টাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন। ব্যস্ততম দিন সপ্তাহের প্রথম সেখানে এটিএম বন্ধ ।থাকায় মানুষের নাজেহাল হতে হচ্ছে। কারনা ভাইরাসের জন্য বেশিরভাগ ক্ষেত্রে মানুষ গৃহের মধ্যে রয়েছেন যাতে কোনরকম সংক্রামক ছড়িয়ে না পড়ে সরকারি নির্দেশ মেনে তার মধ্যেই অগ্নিমূল্য দ্রব্যমূল্য সাধারণমানুষ কেনাকাটা করতে গিয়ে অর্থের প্রয়োজন আর 24 ঘন্টার এসবিআই এটিএম ধর্মঘট থাকায় সমস্যায় পড়েছেন বহু মানুষ।শিল্প শহর হলদিয়া বিধানসভা এলাকায় প্রায় 25 থেকে 30 টি এটিএম রয়েছেন এসবিআই। সেই এটিএম গুলি বন্ধ থাকার জন্য সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ


No comments