আজ ভারতীয় জনতা কিষান মোর্চা সুতাহাটা মন্ডল ০১ উদ্যোগে আশদ তলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৬ টি বুথ তৎসহ সুতাহাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ও মহিষাদল বিধান সভার চাউল খোলা বুথ সহ মোট ৮টি বুথের ১০৫ টি দুস্থ গরীব পরিবারের মহিলা দের …
আজ ভারতীয় জনতা কিষান মোর্চা সুতাহাটা মন্ডল ০১ উদ্যোগে আশদ তলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৬ টি বুথ তৎসহ সুতাহাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ও মহিষাদল বিধান সভার চাউল খোলা বুথ সহ মোট ৮টি বুথের ১০৫ টি দুস্থ গরীব পরিবারের মহিলা দের শারদীয়া উৎসবের প্রাক মূহুর্তে শাড়ি দান করা হইল। এই মহতি অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সহ সভানেত্রী পুতুল রানী বেরা মহাশয়া।ভারতীয় জনতা কিষান মোর্চা তমলুক সাঙগঠনিক জেলার সভাপতি বিশ্বনাথ ব্যানার্জী সহ সভাপতি মাখন লাল মাজী জেলা কমিটি অন্যতম সদস্য তাপস কুমার দাস। ভারতীয় মজদুর সঙ্ঘ তমলুক জেলার সভাপতি প্রদীপ কুমার বিজলী। কিষান মোর্চা সুতাহাটা ০১ মন্ডল সভাপতি অরুণ কুমার মাইতি অন্যতম মন্ডল কার্য্যকরতা লক্ষীকান্ত মন্ডল কমল দাস শঙ্কর আচার্য সুবল ধাড়া। শিক্ষক নেতৃত্ব অজয় কুমার মাইতি আইন জিবি সঙগঠনের হৃষিকেশ সূকুল ও সুজিত পনডা । সূর্য্য সামন্ত অমলেশ ঘোড়ই মহারাজ মন্ডল বিশবনাথ ভূঞ্যা রাসবিহারী মন্ডল সৌমরত্য সুকুল ধনঞ্জয় মাইতি সহ অন্যান্য নেতৃত্বগন।
No comments