Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

'যুব শক্তির'প্রচার অভিযানে গাড়ির উপর হামলার ছক

সর্বভারতীয় তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি তথা বাংলার যুব শক্তির কর্মসূচী রূপকার অভিষেক যুবশক্তি ব্যানার্জীর অনুপ্রেরণায় পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ সারথি মাইতির নির্দেশে সারা জেলা জুড়ে বিভিন্ন ব্লকে ব্লকে …

 





সর্বভারতীয় তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি তথা বাংলার যুব শক্তির কর্মসূচী রূপকার অভিষেক যুবশক্তি ব্যানার্জীর অনুপ্রেরণায় পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ সারথি মাইতির নির্দেশে সারা জেলা জুড়ে বিভিন্ন ব্লকে ব্লকে যুবনেতা অর্নব দেবনাথের নেতৃত্বে একটি টিম তৈরী করে টেবলো গাড়ি নিয়ে যুব শক্তির প্রচার কর্মসূচী অভিযান চলছে। সকালে যখন চন্ডীপুর বাজারে যুব শক্তির প্রচার অভিযানে বক্তব্য শুরু করেন জেলা যুব শক্তির ডি.সি.মেম্বার তথা হলদিয়া তৃনমূল যুব কংগ্রেসের প্রাঃ সভাপতি অর্নব দেবনাথ, ঠিক সেই সময়ে হঠাৎ করে একজন যুবক মদ্যপ অবস্থায় এসে হাতে ব্লেট নিয়ে অর্নব দেবনাথের উপর হামলার চেষ্টা করে সেই সময় অর্নব দেবনাথে সাথে থাকা কর্মিরা তাকে ধরে ফেলে এবং মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।পরে প্রচারের কথা মাথায় রেখে অর্নব দেবনাথ সকল কর্মিদের নিয়ে পরের ব্লকের দিকে রওনা দেয়। যুবনেতা অর্নব দেবনাথ বলেন এই ভাবে হামলা করে আমাদের আন্দোলনকে বন্ধ করা যাবে না আমাদের যত দমানোর চেষ্টা করবে ততো বেশি আন্দোলনের দিকে আমরা এগিয়ে যাবো।


No comments