ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/5cpsbxheS_Aমারুতির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অর্ণব ঘাটি নামের এক মোটরবাইক চালকের,আহত২।রবিবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের দ্বারিবেড়িয়া এলাকায় রাত্রি নয়টা।জ…
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/5cpsbxheS_A
মারুতির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অর্ণব ঘাটি নামের এক মোটরবাইক চালকের,আহত২।রবিবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের দ্বারিবেড়িয়া এলাকায় রাত্রি নয়টা।জানা গিয়েছে,এদিন রাতে হলদিয়া থেকে আসা একটি মারুতির সঙ্গে মহিষাদল থেকে হলদিয়াগামী একটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এই ঘটনার পর ঘটনাস্থলে মৃত্যুহল বাইক চালকের।তবে ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা আহত ২জনকে উদ্ধার করে স্থানীয় মহিষাদল হাসপাতালে ভর্তি করে।এরপর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি ঘাতক গাড়ি দুটিকে আটক করে থানায় নিয়ে যায়। এই খবর পেয়ে সুতাহাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস কুমার মাইতি শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন মৃত ব্যক্তির আত্মা চিরশান্তি কামনা করেছেন
No comments